অরুন্ধতী রায়
অরুন্ধতী রায়

দেশে – বিদেশে

আসছে অরুন্ধতী রায়ের স্মৃতিকথা

বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের প্রথম স্মৃতিকথা প্রকাশিত হতে যাচ্ছে। মাদার মেরি কামস টু মি নামের এই স্মৃতিকথার বইটি ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছেন হামিশ হ্যামিলটনের প্রকাশনা পরিচালক সাইমন প্রসার।

বইটিতে অরুন্ধতী রায় তাঁর মায়ের সঙ্গে সম্পর্ক, শৈশব থেকে বর্তমান এবং কেরালা থেকে দিল্লি যাওয়ার বিষয়গুলো তুলে এনেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে মায়ের মৃত্যুর পর স্মৃতিকথা লিখতে শুরু করেন এই লেখক। ১৮ বছর বয়সে তিনি মায়ের কাছ থেকে পালিয়েছিলেন। সেই অনুভূতির কথাই লিখেছন এই বইয়ে।

অরুন্ধতী রায় বলেন, ‘আমার জীবনের ঘটনা নিয়ে বইটি লিখেছি। আমার মায়ের হয়তো মেয়ে হিসেবে আমার মতো একজন লেখক দরকার ছিল। তেমনি আমার মতো একজন লেখকের হয়তো তাঁর মতো একজন মা দরকার ছিল।’

প্রথম উপন্যাস দ্য গড অব স্মল থিংস–এর জন্য ১৯৯৭ সালে বুকার জিতেছিলেন অরুন্ধতী রায়। তাঁর দ্বিতীয় উপন্যাস দ্য মিনিস্ট্রি অব অটমোস্ট হ্যাপিনেস ২০১৭ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় উপন্যাসটিও বুকারের দীর্ঘ তালিকায় ছিল। দ্য আর্কিটেকচার অব মডার্ন এম্পায়ার, মাই সিডিটিয়াস হার্ট, আজাদিসহ বেশ কয়েকটি নন-ফিকশন বইও লিখেছেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

গ্রন্থনা: রবিউল কমল