দেশে–বিদেশে

১১৩ বছর পর ফেরত এল ধার নেওয়া বইটি!

প্রথম বিশ্বযুদ্ধের আগে সেন্ট বিজ স্কুলের গ্রন্থাগার থেকে একটি কবিতার বই ধার নিয়েছিলেন এক শিক্ষার্থী। তারপর পেরিয়ে গেছে শতাব্দীর বেশি সময়। অবশেষে ১১৩ বছর পর বইটি স্কুলের গ্রন্থাগারে ফেরত দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ওয়েলসের কারমার্থেনশায়ারে। সেখানকার এক ব্যক্তি লর্ড বায়রনের একটি কবিতার বই খুঁজে পান। দেখা যায়, বইটি ১১৩ বছর আগে সেন্ট বিজ স্কুলের গ্রন্থাগার থেকে ধার নেওয়া হয়েছিল। তাই তিনি সিদ্ধান্ত নেন, খুঁজে পাওয়া বইটি ফিরিয়ে দেওয়া উচিত।

নীল কাপড়ে বাঁধানো বইয়ের ভেতরে লেখা রয়েছে লিওনার্ড ইওব্যাঙ্কের নাম এবং তারিখ দেওয়া ২৫ সেপ্টেম্বর ১৯১১। ১৮৯৩ সালে জন্মগ্রহণকারী ইওব্যাঙ্ক অক্সফোর্ডের কুইন্স কলেজে পড়ালেখার আগে ১৯০২ থেকে ১৯১১ সাল পর্যন্ত সেন্ট বিজ স্কুলের শিক্ষার্থী ছিলেন।

তথ্য ঘেঁটে দেখা গেছে, লিওনার্ড ইওব্যাঙ্ক চোখে কম দেখতেন। তবু তিনি প্রথম বিশ্বযুদ্ধে ১৫তম বর্ডার রেজিমেন্টে নিয়োগ পেয়েছিলেন। ১৯১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মাথায় গুলিবিদ্ধ হয়ে যুদ্ধে তাঁর মৃত্যু হয়েছিল।

স্কুলের প্রধান শিক্ষক অ্যান্ড্রু কিপ বলেন, এটা ভাবতে অবিশ্বাস্য লাগছে যে সেন্ট বিজের ইতিহাসের একটি অংশ এত বছর পর আমাদের কাছে ফিরে এসেছে। এই স্কুলের বয়স ৪৩০ বছর।

গ্রন্থনা: রবিউল কমল