যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমলা হ্যারিস। নির্বাচনের আগে তাঁকে নিয়ে একটি পিকচার বুক প্রকাশিত হবে। পিকচার বুকটির নাম ঠিক করা হয়েছে কমলা রেইজড হার হ্যান্ড। মূলত শিশু ও কিশোরদের অনুপ্রাণিত করতে কমলা হ্যারিসকে নিয়ে লেখা পিকচার বুকটি প্রকাশিত হবে।
ছোটদের বইয়ের প্রকাশক লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি বইটি প্রকাশ করবে। প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে আগামী ২৯ অক্টোবর বইটি প্রকাশিত হবে।
কমলা রেইজড হার হ্যান্ড বইটি লিখেছেন রাখি মিরচন্দানি। এ বইয়ের ছবিগুলো এঁকেছেন সুপ্রিয়া কেলকার।
মিরচন্দানি বলেন, ‘আমরা দুই বছর ধরে কমলা হ্যারিসকে নিয়ে একটি বই লেখার বিষয়ে কথা বলেছি। এখানে তাঁর ১২ বছর বয়স থেকে শুরু করে বর্তমান সময়ের গল্পকে চিত্রিত করা হবে।’
লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি সম্পাদক সামান্থা জেন্ট্রি বলেন, ‘আমি যখন রাখির ই-মেইল পাই, তখন তার সাবজেক্ট লাইন ছিল, “কমলা রেইজড হার হ্যান্ড...।” তারপর আমার মনে হয়েছে পিকচার বইটি প্রকাশ করা খুব দরকার। আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছি।’
আঁকিয়ে সুপ্রিয়া কেলকার বলেন, ‘দুই সপ্তাহের কম সময়ে ৪০ পৃষ্ঠার ছবি আঁকতে পারব কি না, তা নিয়ে চিন্তিত ছিলাম। পরবর্তী সাড়ে নয় দিন আমি টানা ছবি এঁকেছি। এ সময় প্রতি রাতে এক ঘণ্টা ঘুমাতাম।’
সূত্র: পাবলিশার্স উইকলি
গ্রন্থনা: রবিউল কমল