সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিনে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে খ্যাতিমান এই কবির দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বেঙ্গল পাবলিকেশন্স থেকে আজই প্রকাশিত এ বই দুটি হলো মৃত্যুর আগে লেখা তাঁর কাহিনিকাব্য নুন-পূর্ণিমা এবং অনুবাদগ্রন্থ আফ্রিকান ও অন্যান্য অনুবাদ কবিতা। ধানমন্ডির বেঙ্গল বইয়ে (১/৩, ব্লক: ডি, লালমাটিয়া) ‘সাম্প্রতিক বইয়ে দৃষ্টিপাত: আলাপে বিস্তারে’ শিরোনামে আজকের অনুষ্ঠানটি হবে বিকেল পাঁচটায়। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে এখানে আলোচনায় অংশ নেবেন কবি টোকন ঠাকুর ও পিয়াস মজিদ। কালি ও কলম সম্পাদক এবং বেঙ্গল পাবলিকেশন্সের িনর্বাহী পরিচালক আবুল হাসনাত জানিয়েছেন, পঞ্চাশের দশকের খ্যাতিমান এই কবির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ বই দুটি প্রকাশিত হয়েছে।
গ্রন্থনা: মারুফ ইসলাম