জীবনের গান
সৈয়দ আব্দুল হাদী
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: জানুয়ারি ২০২২
দাম: ৪০০ টাকা
প্রবীণ কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী হতে চেয়েছিলেন শিক্ষক কিন্তু ভাগ্যের কালচক্রে হয়েছেন গায়ক। আত্মজীবনীতে এমন অনেক চমকপ্রদ তথ্যই লিখেছেন তিনি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বাউন্ডুলে ধরনের, কলের গান শুনেই সংগীতের প্রতি জাগে ভালোবাসা। সেই থেকেই ধীরে ধীরে গানের জগতে প্রবেশ, অতঃপর প্রতিষ্ঠা। এ বইয়ে সাবলীল গদ্যে সৈয়দ আব্দুল হাদী লিখেছেন নিজের জীবনের বিচিত্র কথকতা। বাংলাদেশের সাংস্কৃতিক উত্থানগুলো বুঝতেও বইটি বেশ কার্যকর।
কবিতাসমগ্র
তারিক সুজাত
প্রকাশক: অনন্যা, ঢাকা
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২১
দাম: ৮০০ টাকা।
অক্ষর তারিক সুজাতের কাছে কেবল অক্ষর নয়, সুরের কবচ। ফলে তাঁর কবিতায় পাওয়া যায় একধরনের সুরেলা আবহ। আশির দশকের এই কবির এখন পর্যন্ত কাব্যগ্রন্থের সংখ্যা দশের ওপরে। এই বইগুলোর সমন্বয়ে এবার বের হয়েছে তাঁর কাব্যসমগ্র। এখানে প্রেম, প্রতিবাদ ও প্রতিরোধের অবয়বে তাঁর কবিতায় একই সঙ্গে পাওয়া যাবে ধ্রুপদি ও দৈনন্দিন জীবনের স্বর।
হোয়েন দ্য ম্যাংগো ট্রি ব্লসোমড
সম্পাদক: নিয়াজ জামান
প্রকাশক: নিমফিয়া পাবলিকেশন, ঢাকা
প্রকাশকাল: আগস্ট ২০২১
দাম: ১৫০০ টাকা।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশ পেয়েছে এ গল্প সংকলন। বইটিতে মোট ৩৩টি বাংলা গল্পের ইংরেজি অনুবাদ এবং ১৭টি ইংরেজি গল্প রয়েছে। বাংলাদেশের প্রথিতযশা লেখকের পাশাপাশি এখানে স্থান পেয়েছে তরুণ গল্পকারদের গল্পও। এই গল্পগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের গত ৫০ বছরের কথাসাহিত্য সম্পর্কে যেমন ধারণা পাওয়া যাবে, একইভাবে পাওয়া যাবে বিচিত্র রকম গল্পের স্বাদও। এ গল্পগুলোকে এক মলাটে পেয়ে আগ্রহী পাঠকেরা খুবই আনন্দিত হবেন বলেই বিশ্বাস।
সাম্প্রতিক-স্বাক্ষর-কণ্ঠস্বর: প্রসঙ্গকথা আখতারুজ্জামান ইলিয়াস, আবদুল মান্নান সৈয়দ ও আবদুল্লাহ আবু সায়ীদের ভাষ্যে
আমিনুল ইসলাম বেদু
প্রকাশক: সাম্প্রতিক প্রকাশনী, ঢাকা
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২১
দাম: ৪০০ টাকা।
ষাটের দশকের দ্রোহী যৌবনের দূত ছিল কয়েকটি সাহিত্য পত্রিকা। এগুলোর মধ্যে সামনের দিকে ছিল তিনটি ছোটকাগজ—সাম্প্রতিক, স্বাক্ষর ও কণ্ঠস্বর। এই তিন পত্রিকার গড়ে ওঠার ইতিহাস, আদ্যোপান্ত উঠে এসেছে এ গ্রন্থে। আমিনুল ইসলাম বেদু ছিলেন সাম্প্রতিক নামের ছোটকাগজের সম্পাদক। এই বইয়ে আখতারুজ্জামান ইলিয়াস, আবদুল মান্নান সৈয়দ ও আবদুল্লাহ আবু সায়ীদের ভাষ্য গ্রন্থনার মাধ্যমে তিনি আমাদের সাহিত্য আন্দোলনের ইতিহাসকেও গ্রন্থিত করেছেন।