ফরটি রুলস অব লাভ, দ্য বাস্টার্ড অব ইস্তাম্বুল ইত্যাদি বই লিখে বারবার রাষ্ট্রের রোষানলে পড়া তুর্কি লেখক এলিফ শাফাককে নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছে, শাফাকের সম্প্রতি প্রকাশিত উপন্যাস টেন মিনিটস থার্টি এইট সেকেন্ডস ইন দিস স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড বইটি অশ্লীল ও কুরুচিপূর্ণ। তুর্কি প্রশাসন ও পুলিশ ইতিমধ্যে হানা দিয়েছে তাঁর প্রকাশকের অফিসে, জব্দ করে নিয়ে গেছে সব বই ‘তদন্ত’ করার জন্য। এর আগে দ্য বাস্টার্ড অব ইস্তাম্বুল উপন্যাসের জন্যও তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তিনি সে বইয়ে তুরস্ককে ‘অপমান’ করেছেন।
তুরস্ক সরকারের এ ধরনের আচরণের ব্যাপারে শাফাক বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই গণতন্ত্র হ্রাস পাচ্ছে, সেখানেই সেন্সরশিপ ও অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে। সুতরাং এই সময়ের সাহিত্যে শুধু গল্প নয়, বরং নীরবতা ও নীরবতা–সম্পর্কিত কথাবার্তাও থাকতে হবে।’
প্রেসিডেন্ট এরদোয়ানের শাসনাধীন তুরস্ক ক্রমশই একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হচ্ছে। তুরস্কের বুদ্ধিজীবী মহল রাষ্ট্রের বিরুদ্ধে সরব হওয়ায় সরাসরি রাষ্ট্ররোষে পড়ছেন, অপরাধীর তকমা দেওয়া হয়েছে প্রায় ৭০০ বুদ্ধিজীবীকে।
সূত্র: দ্য গার্ডিয়ান