এই মাসের ৩ তারিখে পেঙ্গুইন থেকে প্রকাশিত হয়েছে ভারতীয় কথাসাহিত্যিক অরুন্ধতী রায়ের প্রবন্ধের নতুন সংকলন আজাদি: ফ্রিডম ফ্যাসিজম ফিকশন। এখানে রয়েছে মোট নয়টি প্রবন্ধ। এগুলো লেখা হয়েছে ২০১৮-২০ সালের মধ্যে। প্রথম প্রবন্ধটি ২০১৮ সালে ব্রিটিশ লাইব্রেরিতে ‘ডব্লিউ জি সেবল্ড লেকচার অন লিটরারি ট্রান্সলেশন’ হিসেবে পঠিত। আর শেষ প্রবন্ধটি কোভিড মহামারি নিয়ে। নাম ‘দ্য প্যান্ডেমিক ইজ আ পোর্টাল’।
উর্দু শব্দ আজাদির অর্থ স্বাধীনতা। কাশ্মীরে লাখো মানুষের মুখে আজাদি শব্দটি ছিল স্লোগান। অরুন্ধতী রায়ও তাদের ‘আজাদি’র পক্ষে কথা বলেছেন। তাই তাঁর এ বইয়ের নাম আজাদি রাখার পেছনে এটিকেই মুখ্য কারণ হিসেবে দেখছেন অনেকেই।
সূত্র: পেঙ্গুইন ডট কো ডট ইউকে ও আমাজন ডটকম।