কমেডি প্রকাশনা দ৵ অনিয়ন ১০ বছরেরও বেশি সময় পর আবার ছাপার অক্ষরে আসতে যাচ্ছে।
কমেডি ইনস্টিটিউশনের ওয়েবসাইট ও দ্য নিউইয়র্ক টাইমস–এর একটি প্রতিবেদন অনুযায়ী, দ৵ অনিয়ন নিউজপ্রিন্টে ছাপা সেই শিকড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি মাসে পাঁচ ডলারের বিনিময়ে দ৵ অনিয়ন তার প্রিন্ট সংস্করণ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে। আগামী সপ্তাহে শিকাগোতে ডেমোেক্রটিক ন্যাশনাল কনভেনশনে প্রথম মুদ্রণের অনুলিপি পাওয়া যাবে।
দ৵ অনিয়ন আশির দশকে কলেজ ক্যাম্পাস ও পরে কয়েকটি শহরের সংবাদপত্রের দোকানে জায়গা করে নিয়েছিল। প্রকাশনাটি তীক্ষ্ণ ব্যঙ্গ ও রসিকতার জন্য বেশ পাঠকপ্রিয় হয়েছিল। পরে অনলাইন, ভিডিওসহ অন্যান্য শাখায় এর প্রকাশনা বিস্তৃত হয়। তবে বেশ কয়েকবার এর মালিকানার পরিবর্তন হয় এবং ২০১৩ সালে ছাপা সংস্করণ বন্ধ করে দেওয়া হয়।
সূত্র: লিটারেরি হাব