দেশে – বিদেশে

আন্তর্জাতিক গল্প প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকায় সাগুফতা শারমীন তানিয়ার গল্প

সাগুফতা শারমীন তানিয়া
সাগুফতা শারমীন তানিয়া

বাংলাদেশি কথাসাহিত্যিক সাগুফতা শারমীন তানিয়ার গল্প যুক্তরাজ্যের সম্মানজনক ‘এইচ জি ওয়েলস শর্ট স্টোরিজ কমপিটিশন’-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে। গত ২১ সেপ্টেম্বর এ তালিকা ঘোষণা করা হয়। এ বছর এ প্রতিযোগিতায় গল্প লেখার বিষয় ছিল ‘বদল’। এ বিষয়কে উপজীব্য করে ‘পিলিং’ শিরোনামে একটি গল্প লেখেন তানিয়া। সেই গল্প দীর্ঘ তালিকা পেরিয়ে এবার স্থান করে নিয়েছে প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকায়। সংক্ষিপ্ত তালিকায় নিজের গল্প স্থান পাওয়ার প্রতিক্রিয়ায় সাগুফতা শারমীন তানিয়া ‘অন্য আলো’কে বলেন, ‘আমি খুবই খুশি। কারণ, আন্তর্জাতিক এই প্রতিযোগিতার দীর্ঘ বা সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়াও খুবই মর্যাদার। এ সূত্রের এবারের বার্ষিক এইচ জি ওয়েলস সংকলনে আমার গল্প স্থান পাবে। সব মিলিয়ে এটা আমার জন্য সুখকর এক অভিজ্ঞতা।’

এ প্রতিযোগিতায় গল্প বিচারের ক্ষেত্রে বিচারকেরা কল্পনাশক্তির প্রয়োগ, মৌলিক চিন্তা, ‘বদল’ বিষয়টির ব্যাখ্যা ও সম্প্রসারণ, চিন্তার খোরাক জোগানো, আনন্দপাঠ প্রভৃতিকে বিবেচনায় রাখছেন বলে জানা গেছে।

প্রতিবছর ‘সিনিয়র’ ও ‘জুনিয়র’—এই দুই বিভাগে এ প্রতিযোগিতার জন্য লেখকদের কাছ থেকে গল্প আহ্বান করা হয়। আসছে ২০ নভেম্বর বিজয়ী লেখকদের তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সূত্র: এইচ জি ওয়েলস কমপিটিশন ডটকম