জীবন নদীর বাঁকে বাঁকে

জীবন নদীর বাঁকে বাঁকে আত্মজীবনীর আঙ্গিকে লেখা একজন বিদুষী নারীর সংগ্রামী জীবনালেখ্য। সংসারজীবনের বাইরে যিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন। কাব্যচর্চার পাশাপাশি সেসব কর্মকাণ্ড ও জীবনের বহু বিচিত্র অভিজ্ঞতার কথা উত্তরকালের মানুষের জন্য সরল-সরস ভঙ্গিতে লিখে গেছেন।

সুফিয়া খাতুন

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২২

দাম: ৬৩০ টাকা।

হে সন্তপ্ত সময়: বঙ্গবন্ধুর দুই কন্যার জীবনভিত্তিক প্রথম উপন্যাস ১৯৭৫-১৯৮১

হে সন্তপ্ত সময় মূলত ইতিহাসনির্ভর উপন্যাস। তবে এটি ঠিক ইতিহাস নয়। উপন্যাসের নায়ক-নায়িকারা অনেকেই বাস্তব। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাযজ্ঞের পর তাঁর বেঁচে যাওয়া দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা রয়েছেন আখ্যানটির কেন্দ্রে। তাঁদের সংগ্রামী জীবনের আলেখ্য লেখা হয়েছে এখানে। ঔপন্যাসিক আনোয়ারা সৈয়দ হক বিভিন্ন বইপত্র ঘেঁটে এবং কল্পনার আশ্রয়ে রচনা করেছেন ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বিস্তৃত এই উপাখ্যান।

আনোয়ারা সৈয়দ হক
প্রকাশক: আগামী প্রকাশনী, ঢাকা
প্রকাশকাল: মে ২০২২
দাম: ৫০০ টাকা।