‘ড. মুহম্মদ শহীদল্লাহ: পত্রগুচ্ছ’ নামে একটি সংকলনগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রথমা প্রকাশন। এর মধ্যে বইটির কাজ অনেক দূর এগিয়েছে। বহুভাষাবিদ এই মনীষী দীর্ঘজীবনে নানা প্রয়োজনে তাঁর ছাত্র, সহকর্মী, ভক্ত-অনুরাগী, আত্মীয়-পরিজনকে চিঠি লিখেছেন। তাঁকেও লিখেছেন তাঁর সমকালের বিশিষ্ট ব্যক্তিরা। সেই তালিকায় রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন, আবদুল করিম সাহিত্যবিশারদ, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, মোহিতলাল মজুমদার, অন্নদাশঙ্কর রায়সহ অনেকে।
শহীদুল্লাহর জীবনের নানা দিক, তাঁর কালের মানুষ, সমাজ এবং সেই সমাজকে ঘিরে আবর্তিত ভাবনা ধারণ করে আছে তাঁদের এসব চিঠি। বাংলাদেশ, ভারতসহ দেশে-বিদেশে শহীদুল্লাহর লেখা কোনো চিঠি আপনার বা আপনার পরিবারের সংগ্রহে থাকলে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আমাদের কাছে পাঠান। যথাযথ স্বীকৃতি দিয়ে চিঠিগুলো গ্রন্থভুক্ত করা হবে।
চিঠি পাঠানোর ঠিকানা: প্রথমা প্রকাশন, প্রথম আলো ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫; ফোন/ হোয়াটসঅ্যাপ: ০১৭৭০৮৩৮২৯৮; ই-মেইল: prothoma@prothomalo.com