প্রয়াত মার্কিন লেখক ও সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ জোরা নিল হার্স্টনের শেষ উপন্যাস দ্য লাইফ অব হেরোড দ্য গ্রেট আগামী বছর প্রকাশিত হবে। দেয়ার আইজ ওয়াচিং গড বইয়ের এই লেখক ১৯৩৯ সালে তাঁর উপন্যাস মোজেস, ম্যান অব দ্য মাউন্টেন-এর সিকুয়েল লেখেন। আগামী বছরের জানুয়ারিতে সেই সিকুয়েল দ্য লাইফ অব হেরোড দ্য গ্রেট কিনতে পাওয়া যাবে বলে জানা গেছে।
পাণ্ডুলিপিটি কানসাস বিশ্ববিদ্যালয়ের হার্স্টনের সংরক্ষণাগারে ছিল। পাণ্ডুলিপিটি অসমাপ্ত ও সেভাবেই প্রকাশিত হবে। তবে এতে একাডেমিক ও সাহিত্য সমালোচক দেবোরাহ প্ল্যান্টের কিছু মন্তব্য থাকবে।
এটি একটি ঐতিহাসিক উপন্যাস, যেখানে খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দীতে বসবাসকারী জুডিয়ান রাজা হেরোড দ্য গ্রেটের গল্প বলা হয়েছে। বাইবেলের বিবরণ অনুসারে, হেরোড ‘নির্দোষদের গণহত্যার’ জন্য দায়ী ছিলেন। তিনি বেথলেহেমের আশপাশে দুই বছর বা তার চেয়ে কম বয়সী সব শিশুপুত্রকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছিলেন। যদিও বেশির ভাগ হেরোড বিশ্বাস করেন না যে এ ঘটনা ঘটেছিল।
জোরা নিল হার্স্টন ১৯৬০ সালের ২৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ৬৫ বছর পর বইটি প্রকাশিত হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান