‘সার্ক সাহিত্য পুরস্কার-২০১৯’-এ ভূষিত হয়েছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সার্ক কালচারাল সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয় এ পুরস্কার। গত সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অবস্থিত সার্ক কালচারাল সেন্টারের সদর দপ্তর থেকে প্রতিষ্ঠানের সহকারী পরিচালক কিষানি জয়সিংহ-জয়শেকারা স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ২১ মে সার্কের সাংস্কৃতিক রাজধানী ভুটানের থিম্পুতে এক অনুষ্ঠানের মাধ্যমে আনিসুজ্জামানের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় আনিসুজ্জামান বলেন, ‘সার্ক সাহিত্য পুরস্কার একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত।’
এদিকে বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামানের পুরস্কারপ্রাপ্তিতে একাডেমির পক্ষ থেকে গত মঙ্গলবার শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।