কবি রবিউল হুসাইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ তাঁকে উৎসর্গ করে কবিতার বই প্রকাশ করলেন আরেক কবি তারিক সুজাত।
‘প্রিয় পৃথিবীকে খুঁজি’ নামের এই কাব্যগ্রন্থ বের করেছে অন্যপ্রকাশ। এই বইতে স্থান পেয়েছে মোট ৪৬টি কবিতা। শিরোনামহীন এসব কবিতায় ধরা পড়েছে কবির স্বতঃস্ফূর্ত আবেগ। আর কবিতাগুলোতেও তাঁর প্রকাশভঙ্গি খুব সহজ। যেমন, এই বইয়ে তারিক সুজাতের একটি কবিতা এমন: ‘তবু লিখি/ রোদরিক্ত/ রাত্রির গভীরে/ সুরের সকাল/ শুভসিক্ত/ কালো অক্ষরে।’ মনের গভীর অনুভবগুলো সহজ–সরলভাবে কবি লিখে রেখেছেন ‘প্রিয় পৃথিবীকে খুঁজি’তে।
অগ্রজ কবি রবিউল হুসাইনের সঙ্গে তারিক সুজাতের ছিল হৃদিক সম্পর্ক। জীবনের শেষ দিকে তারিক সুজাতের সঙ্গে তাঁর এই ঘনিষ্ঠতা গভীর থেকে গভীরতর হয়েছিল। ফলে রবিউল হুসাইনের মৃত্যুর পর স্বভাবতই কিছুটা ভেঙে পড়েন তারিক সুজাত।
এরপর অগ্রজ কবির প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করলেন এই বইয়ের মাধ্যমে। এ প্রসঙ্গে কবি তারিক সুজাত বলেন, ‘রবিউল ভাই আমার বড় ভাই। তাঁর সঙ্গে খুবই অন্তরঙ্গ সম্পর্ক ছিল আমার। গত বছরের এই দিনে আমাদের ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। এই বই প্রকাশ এবং রবিউল ভাইকে উৎসর্গ করার মধ্য দিয়ে আমি তাঁর স্মৃতিকে সজীব রাখতে চেয়েছি।’
শিল্পী যোগেন চৌধুরীর প্রচ্ছদে ৫৫ পৃষ্ঠার এই বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা।
অন্যআলো ডটকমে লেখা পাঠানোর ঠিকানা: info@onnoalo.com