<p class="TEXT">সূর্যে ঝিমধরা ওই প্রশস্ত সৈকত।</p>.<p class="TEXT">সাদা তাপ।</p>.<p class="TEXT">একটি সবুজ নদী।</p>.<p class="TEXT">সেতু এক,</p>.<p class="TEXT">ভাদ্র অব্দি তন্দ্রাতুর</p>.<p class="TEXT">গ্রীষ্মনিদ্রার বাড়ি থেকে</p>.<p class="TEXT">শুকনো হলুদ তালপাতা।</p>.<p class="TEXT">আমার সঞ্চয়ে থাকা দিন,</p>.<p class="TEXT">আমার হারিয়ে যাওয়া দিন,</p>.<p class="TEXT">দীর্ঘ হয়ে ওঠা দিন, কন্যাদের মতো,</p>.<p class="TEXT">আমার আশ্রয়মুখী হাত।</p>
<p class="TEXT">সূর্যে ঝিমধরা ওই প্রশস্ত সৈকত।</p>.<p class="TEXT">সাদা তাপ।</p>.<p class="TEXT">একটি সবুজ নদী।</p>.<p class="TEXT">সেতু এক,</p>.<p class="TEXT">ভাদ্র অব্দি তন্দ্রাতুর</p>.<p class="TEXT">গ্রীষ্মনিদ্রার বাড়ি থেকে</p>.<p class="TEXT">শুকনো হলুদ তালপাতা।</p>.<p class="TEXT">আমার সঞ্চয়ে থাকা দিন,</p>.<p class="TEXT">আমার হারিয়ে যাওয়া দিন,</p>.<p class="TEXT">দীর্ঘ হয়ে ওঠা দিন, কন্যাদের মতো,</p>.<p class="TEXT">আমার আশ্রয়মুখী হাত।</p>