আইভীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি শামীমের

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। বক্তব্য প্রত্যাহার না করলে আইভীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়ায় পৈতৃক বাড়ি হীরা মহলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শামীম ওসমান। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের প্রতিবাদ সমাবেশে তানভীর হত্যায় জড়িত হিসেবে সরাসরি শামীম ওসমান ও তাঁর পরিবারকেই দায়ী করেন তানভীরের বাবা রফিউর রাব্বি ও মেয়র আইভী।এর পরিপ্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘আইভী বলেছে আমরা খুনের সঙ্গে জড়িত। এটা তাকে প্রমাণ করতে হবে। এখনো সময় আছে, আইভী যদি তার বক্তব্য প্রত্যাহার করে নেয়, তবে আমি কিছু মনে করব না। কিন্তু যদি তা না করা হয়, তবে আইনের আশ্রয় নেব।’তানভীরের বাবার অভিযোগের ব্যাপারে প্রশ্ন করলে শামীম ওসমান বলেন, ‘রফিউর রাব্বি ছেলেকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত। তাই তাঁর কথায় আমরা কিছু মনে করি না। তাঁকে ভুল বোঝানো হচ্ছে।’যোগাযোগ করা হলে মেয়র আইভী বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করেই যাব। কারও রক্তচক্ষুকে আমি ভয় পাই না।’তানভীরের বাবার রফিউর রাব্বি বলেন, ‘আমি যে অভিযোগ করেছি, তা ভেবেচিন্তেই করেছি। এ ব্যাপারে আমার কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে।’