মনোজগৎ, ব্যক্তিজীবন ও সন্তান পালন বিষয়ক যে কোনো সমস্যায় আমাদের প্রশ্ন পাঠাতে পারেন। ‘পাঠকের প্রশ্ন’ বিভাগে এসব প্রশ্নের উত্তর দেওয়া হবে। আজকের সমস্যাটি বিষয়ে পরামর্শ দিয়েছেন নাট্যজন সারা যাকের
প্রশ্ন: আমি একজন নারী, বয়স ৩৩ বছর। ছয় ভাইবোনের পরিবারে আমি সবার ছোট। অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে ঢাকার সাভারে একটি এনজিওতে কাজ করছি। বেতনও ভালো। বাকি পাঁচ ভাইবোন বিয়ে করলেও আমি এখনো বিয়ে করিনি। বলা ভালো, একটা জটিলতায় আমার বিয়ে আটকে আছে। কলেজে পড়ার সময় থেকেই পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক। সমস্যা হলো, তার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের দীর্ঘদিনের বিবাদ। জন্মের পর থেকেই এটা আমরা দেখে আসছি। আমার বাবা-মা মারা গেলেও ভাইবোনেরা এই দ্বন্দ্ব পুষে রেখেছেন। দুই পরিবারই আমাদের প্রেমের বিষয়টি জানে। ছেলেটিও একটি সরকারি ব্যাংকে চাকরি করছে। দুজনেরই বয়স হওয়ায় সবাই বিয়ের জন্য চাপ দিচ্ছে। পরিচিতরাও কোনো অনুষ্ঠানে দেখা হলে বিয়ে নিয়ে ঠাট্টা করে, খোঁচা দিয়ে কথা বলে। আমার বাড়ি থেকে সবাই জানিয়ে দিয়েছে ওই ছেলেকে বিয়ে করতে হলে ভাইবোন সবাইকে ত্যাগ করতে হবে। ছেলের বাড়ি থেকে অবশ্য এতটা কড়া হয়নি, তবে তারা আমাদের বাড়িতে আগে আসবে না বলে জানিয়েছে। এ অবস্থায় আমাদের কী করার আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর: ভাইবোনের আশায় বসে না থেকে, দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। আপনারা দুজন যেহেতু দুজনকে ভালোবাসেন, তাই এখন বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিলেই ভালো হয়। বিয়েশাদির ব্যাপারটা পারিবারিক আয়োজন হলেও শেষমেশ যে দুজন বিয়ে করছেন, তাঁদেরই তো সংসার। তবে নতুন জীবন শুরু করার আগে নিজ নিজ পরিবার যদি পাশে থাকে, সেটা আনন্দের হয়। আপনাদের ক্ষেত্রে পরিবারের লোকজন তাঁদের পুরোনো বিবাদের জের ধরে রেখেছেন। এভাবে জিম্মি হয়ে থাকার কোনো মানে হয় না। তাই আমার পরামর্শ বন্ধুবান্ধবের সাহায্য নিয়ে বিয়ে করে ফেলুন। শুভকামনা রইল।
পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে। ই–মেইল ঠিকানা: adhuna@prothomalo.com (সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ডাকঠিকানা: প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA