শীতে দেশের সব ক্যাম্পাসের রূপই অন্য রকম। কোনো ক্যাম্পাসে দিনভরই চলে রোদ-কুয়াশার লুকোচুরি। কোথাও জ্যাকেট-সোয়েটারে সশস্ত্র হয়ে সন্ধ্যা অবধি চলে গান-আড্ডা। বিভিন্ন ক্যাম্পাসের শীতচিত্র নিয়ে শিক্ষার্থীদের তোলা ছবিতে দেখুন এই বিশেষ আয়োজন। যাঁরা বিশ্ববিদ্যালয়জীবন পেরিয়ে এসেছেন, ছবিগুলো দেখে হয়তো মনের মধ্যে স্মৃতির ঝড় বয়ে যাবে। মনে হবে, আহা! বছর কয়েক আগে এখানে তো আমিও ছিলাম। যাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাও ছবিগুলো দেখে অনুপ্রাণিত হতে পারেন। ভাবতে পারেন—আগামী শীতে হয়তো এই ক্যাম্পাসই হবে আমার ঠিকানা।