কোন ক্যাম্পাসে শীতের চিত্র কেমন, দেখুন ছবিতে

শীতে দেশের সব ক্যাম্পাসের রূপই অন্য রকম। কোনো ক্যাম্পাসে দিনভরই চলে রোদ-কুয়াশার লুকোচুরি। কোথাও জ্যাকেট-সোয়েটারে সশস্ত্র হয়ে সন্ধ্যা অবধি চলে গান-আড্ডা। বিভিন্ন ক্যাম্পাসের শীতচিত্র নিয়ে শিক্ষার্থীদের তোলা ছবিতে দেখুন এই বিশেষ আয়োজন। যাঁরা বিশ্ববিদ্যালয়জীবন পেরিয়ে এসেছেন, ছবিগুলো দেখে হয়তো মনের মধ্যে স্মৃতির ঝড় বয়ে যাবে। মনে হবে, আহা! বছর কয়েক আগে এখানে তো আমিও ছিলাম। যাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাও ছবিগুলো দেখে অনুপ্রাণিত হতে পারেন। ভাবতে পারেন—আগামী শীতে হয়তো এই ক্যাম্পাসই হবে আমার ঠিকানা।

ঢাকা বিশ্ববিদ্যালয়

শীতের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে নয়, পুরো শহরের মানুষের কাছেই বিশেষ। কয়দিন পরই যেমন শুরু হবে বইমেলা। দলে দলে সবাই ছুটবেন টিএসসির দিকে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীতের সত্যিকার রূপটা কেমন, তা শুধু ক্যাম্পাসের বাসিন্দারাই জানেন।
ছবি: অপূর্ব চন্দ্র ঘোষ

ঢাকা মেডিকেল কলেজ

এক কাপ চা বা কফির সঙ্গে একটা ক্লান্তিকর দিনের শুরু তো হতেই পারে। তবে ঢাকা মেডিকেল কলেজের এই শিক্ষার্থীদের হাসিমুখ দেখে বোঝা যায়, পড়ালেখার যত চাপই থাক না কেন, একে অন্যের পাশে থাকেন বলেই ক্যাম্পাসজীবনটা দিন শেষে উপভোগ্য হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কেউ কেউ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই নাকি শীতের আবহ টের পাওয়া যায় সবার আগে। শীতে প্রকৃতি তো সাজে বটেই; পাখিমেলা, কুয়াশা উৎসবসহ নানা আয়োজনও হয় এই সময়ে। তাই সারা বছরই শিক্ষার্থীরা অপেক্ষায় থাকেন—কবে আসবে শীত!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টংদোকানকেন্দ্রিক একটা আলাদা সংস্কৃতি আছে। প্রতিটি টংয়েরই আছে আলাদা গল্প। শীত জমলে এখানে আড্ডাও জমে।

খুলনা বিশ্ববিদ্যালয়

শীতে খুলনা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে আরও উৎসবমুখর। কয়দিন আগেও যেমন চারুকলার শিক্ষার্থীদের উদ্যোগে হয়ে গেল শশিমেলা। তবে দিনভর কুয়াশায় ঢাকা ক্যাম্পাসে আড্ডা জমে মূলত টংদোকান আর ক্যানটিন ঘিরে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এখানে কুয়াশা নামে বৃষ্টির মতো! পাহাড়, হ্রদ, ঘন জঙ্গল—কী নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে! হঠাৎ দেখে ছবিটা ভুতুড়ে মনে হলেও শিক্ষার্থীরা জানেন, এই ক্যাম্পাসেই চোখের পলকে কেটে যায় জীবনের সেরা সময়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল

ক্যাম্পাসের কদমতলার রাস্তা ধরে এই শিক্ষার্থীরা কি শীতের ছুটিতে বাড়ি ফিরছেন, নাকি ছুটি শেষে হলে ফিরছেন, কে জানে! তবে হলও তো শিক্ষার্থীদের কাছে আরেক বাড়ি। আরেক পরিবার। দল বেঁধে গাটরি-বোঁচকা নিয়ে বাড়ি ফেরারও একটা আনন্দ আছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল

শিক্ষার্থীরা বলেন ‘মনপুরা’। শীতের ভোর কিংবা সন্ধ্যায় হ্রদের এই জায়গাটা সত্যিই মন ভালো করে দেয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনেকেরই প্রথম পছন্দ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ক্লাব সারা বছরই সাজসজ্জা, অনুষ্ঠানে মাতিয়ে রাখে এই ক্যাম্পাস। এনএসইউয়ের গ্যালারির সামনে রাখা এই দৃষ্টিনন্দন কাঠামোগুলো যেমন স্থাপত্যের শিক্ষার্থীদের তৈরি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়েই এঁকেবেঁকে চলে গেছে রেললাইন। এখানে ক্যাম্পাসজুড়েই আপনার চোখে পড়বে নানা জাতের ফসল, ফুল, খামার। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এসব শিক্ষার্থীদের পড়ারও বিষয়।