ঈদে পোষা প্রাণী নিয়ে বাড়ি যাচ্ছেন? অবশ্যই খেয়াল রাখুন এসব বিষয়

লম্বা ঈদযাত্রায় পোষা বিড়াল সঙ্গে নিয়ে রাজশাহী যাচ্ছে এক পরিবার। গরমে অতিষ্ঠ হয়ে পড়ায় বিড়ালকে শান্ত করার জন্য কোলে করে হাঁটছেন এই ব্যক্তি। ৩ এপ্রিল বেলা দুইটার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে
ছবি: সাজিদ হোসেন

ঈদযাত্রায় বাড়ির পোষা প্রাণীটিকেও অনেকে সঙ্গে নিয়ে যান। ছুটির কয়েকটা দিনের জন্য পোষা প্রাণীটিকে অন্য কারও দায়িত্বে রেখে যাওয়ার সুযোগ না থাকলে সঙ্গে নেওয়া ছাড়া তো আর উপায়ও থাকে না। তবে এই যাত্রা আপনার পোষা প্রাণীর জন্য খুব একটা স্বস্তিদায়ক না হওয়ার আশঙ্কাই বেশি। একে তো গরম আবহাওয়া, উপরন্তু তীব্র আওয়াজ এবং প্রচণ্ড ভিড়ে এ যাত্রা ওর জন্য হয়ে উঠতে পারে ভয়াবহ। পোষা প্রাণী নিয়ে যাত্রা করতে হলে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত, জানালেন রাজধানীর বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিকের চিকিৎসক ডা. সুশ্যাম বিশ্বাস

স্বস্তি নিশ্চিত করুন

অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শব্দ এড়িয়ে চলার চেষ্টা করুন। পোষা প্রাণীকে সর্বোচ্চ আরামদায়ক অবস্থানে রাখুন। যেনতেন একটা ঝুড়িতে ঢুকিয়ে পায়ের কাছে রাখবেন না। বড়সড় ক্যারিয়ারের ব্যবস্থা করুন। ক্যারিয়ারটা আপনার পাশের আসনে রাখুন। লাগেজের সঙ্গে রাখবেন না। বিমানে গেলে পোষা প্রাণীকে নিজের কাছে রাখার ব্যাপারে কর্তৃপক্ষকে আগেই বলে রাখুন। যানবাহনে কেউ প্রাণীটিকে উত্ত্যক্ত করলেও আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত তর্ক-বিতর্কে প্রাণীটি আরও ভয় পাবে; বরং ওই ব্যক্তিকে এমনটা না করতে ঠান্ডাভাবে অনুরোধ করুন।

পোষা প্রাণী নিয়ে যাত্রা করতে হলে কিছু বিষয় খেয়াল রাখা উচিত

গরমে সুস্থতা

গরমে অনেক প্রাণীই অসুস্থ হয়ে পড়ে। এমনকি হিটস্ট্রোক হওয়ারও ঝুঁকি থাকে। ভোরে রা রাতে যাত্রা করতে পারেন। কিছুটা স্বস্তি পাবে ও। তা ছাড়া পোষা প্রাণীর মাথা এবং শরীর মাঝেমধ্যে স্পর্শ করেও দেখতে হবে; মাথা বা শরীর গরম হয়ে গেলে পানি দিয়ে মুছে দিন। অন্যান্য প্রাণীর চাইতে খরগোশের হিটস্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি। তাই বারবার স্পর্শ করে দেখতে হবে খরগোশের মাথা ও শরীর।

যানবাহন

যেকোনো প্রাণীর জন্য শীতাতপনিয়ন্ত্রিত যানবাহনই সবচেয়ে ভালো। তবে সরাসরি এসির হাওয়া না লাগে, এমন আসনে প্রাণীটিকে রাখা ভালো। ওর ক্যারিয়ারটিকে কাপড় দিয়ে ঢাকা ঠিক নয়, বরং স্বাভাবিক বাতাস চলাচল নিশ্চিত করুন। শীতাতপনিয়ন্ত্রিত যানবাহনের ব্যবস্থা করা না গেলে ওর ক্যারিয়ারের ভেতর ঠান্ডা পানির বোতল রেখে দিন সুতি কাপড়ে মুড়িয়ে, বিরতিতে বোতল বদলে দিন। ব্যাটারিচালিত ছোট ফ্যানও রাখুন সঙ্গে, যাতে ওর কষ্ট না হয়। গাড়িতে ভ্রমণ করলে সিট বেল্ট দিয়ে ভালোভাবে বেঁধে রাখুন ওর ক্যারিয়ারটিকে।

ঈদযাত্রায় বাড়ির পোষা প্রাণীটিকেও অনেকে সঙ্গে নিয়ে যান

যাত্রার প্রস্তুতি ও যাত্রাবিরতি

  • পোষা প্রাণীর জন্য ভালো মানের ক্যারিয়ারের ব্যবস্থা করুন। সাধারণ প্লাস্টিকের ঝুড়ির মুখ বেঁধে রাখলেও প্রাণীটি ঝুড়ির মুখ খানিকটা তুলে ফেলতে পারে। এ রকম অবস্থায় ঝুড়ি এবং ঝুড়ির মুখের মধ্যে ওর শরীরের কোনো অংশ আটকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

  • যাত্রার এক-দেড় ঘণ্টা আগেই পোষা প্রাণীকে খাবার খাওয়ানো সম্পন্ন করুন। তবে খুব বেশি খাবার খাওয়াবেন না। তাতে যাত্রার সময় বমি হতে পারে।

  • ক্যারিয়ারের ভেতর পোষা প্রাণীর জন্য খাবার এবং পানির পাত্র রাখুন। যাত্রাবিরতিতে খাবার ও পানি খেতে দিন। তবে যানবাহন চলার সময় পানির পাত্রটি খালি করে দিন। ক্যারিয়ারের এক পাশে তার প্রস্রাব পায়খানার (লিটার) ব্যবস্থা রাখুন। লিটার ভিজে গেলে যাত্রাবিরতিতে বদলেও দিতে হবে। তাই নোংরা লিটার রাখার বাড়তি প্যাকেট এবং লিটার পরিষ্কার করার স্কুপও আপনার কাছে রাখতে হবে যাত্রার সময়।

  • দূরের যাত্রায় দু-তিন ঘণ্টা অন্তর যাত্রাবিরতি দেওয়া উচিত। তাই দূরের যাত্রার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে যানবাহনের ব্যবস্থা করা ভালো। তবে যেকোনো যানবাহনে বিরতি পেলেই পোষা প্রাণীটিকে ক্যারিয়ার থেকে বের করুন। আয়েশ করার সুযোগ দিন। ক্যারিয়ার থেকে বের করলে অবশ্যই ওকে বেল্ট বা হার্নেস পরিয়ে রাখতে হবে। না হলে আতঙ্কে ছুট দিতে পারে।

  • আগে কখনো যাত্রার সময় পোষা প্রাণীটি অসুস্থ বা দুর্বল হয়ে পড়া বা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ার মতো ঘটনা ঘটে থাকলে যাত্রার আগেই প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখুন।

  • যেকোনো প্রাণীর জন্যই যাত্রাপথে বমির প্রবণতা কমানোর ওষুধের ডোজ জেনে নিতে পারেন চিকিৎসকের কাছ থেকে।

  • শান্ত রাখার জন্য প্রাণীকে ঘুমের ওষুধ দেবেন না; বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন সি দিতে পারেন যাত্রার আগের দিন, যাত্রার দিন এবং যাত্রার পরের দিন।

  • বিড়াল খুব বেশি ভয় পেয়ে যায়। যাত্রার আগের দিন একটা ছোট ঘরে ক্যারিয়ারের ভেতর খাবার, পানি ও লিটার রেখে ওকে সেখানে রেখে অভ্যস্ত করে নিতে পারেন। আপনিও ওর সঙ্গে সেই ছোট ঘরে থাকুন। ভ্রমণে ওকে শান্ত রাখতে ক্যারিয়ারে ক্যাটনিপ দিয়ে রাখুন।

  • প্রাণীটির স্বস্তি নিশ্চিত করতে যাত্রার সময় আপনাকে না ঘুমিয়েই কাটাতে হবে, সেই প্রস্তুতিও রাখুন।