সেঁজুতি সাহার সঙ্গে আড্ডার সুযোগ

অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা
ছবি: প্রথম আলো

বাংলাদেশের তরুণদের স্বপ্ন ও লক্ষ্য পূরণের পথে সাহস ও প্রেরণা জোগাতে প্রথম আলো ও বিএসআরএমের বিশেষ উদ্যোগ ‘মিট দ্য এক্সপার্ট’। আয়োজনটির দ্বিতীয় আসরের (সিজন টু) প্রথম পর্বে তরুণদের সঙ্গে আড্ডা দিতে আসছেন অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা।

মা-বাবা দুজনেই অণুজীববিজ্ঞানী। ছোটবেলায় মা অথবা বাবার ল্যাবে কাটত বিকেল। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় একবার স্কুলে বিজ্ঞান মেলা হলো। সেঁজুতি সাহা ছিলেন একটি দলের প্রধান। মেলার দিন তাঁর স্টলে আসা অতিথিদের রক্তের গ্রুপ তৎক্ষণাৎ বের করে দিয়েছিল তাঁর দল। সেঁজুতির বাবা সমীর কুমার সাহার কাছ থেকে পুরো দলটিই তিন দিনের একটা প্রশিক্ষণ নিয়েছিল, ফলে কাজটা তাদের জন্য সহজ হয়ে গেছে। এভাবে সেই ছোটবেলা থেকেই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন লালন করা শুরু করেন সেঁজুতি সাহা।

তরুণদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘নিজের স্বপ্নটাকে আগে ভালোভাবে বুঝতে হবে। সত্যিই আমি কী হতে চাই, সে জন্য কোন কোন যোগ্যতা দরকার, তারপর সে অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। প্রয়োজনে ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও প্রশিক্ষণ নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আর ডিজিটাল এই যুগে আমার পেশায় আসতে চাইলে অবশ্যই কোডিংটা শিখতে হবে। পাশাপাশি বাড়াতে হবে কার্যভিত্তিক দক্ষতা।’

এ রকম আরও অনেক পরামর্শ এবং সেঁজুতি সাহার জীবনের সংগ্রাম-সাফল্য সম্পর্কে জানতে ১৫ জুলাইয়ের মধ্যে নাম নিবন্ধন করুন ‘মিট দ্য এক্সপার্ট সিজন টু’-তে। নির্বাচিত কয়েকজন পাবেন তাঁর সঙ্গে নাশতার টেবিলে বসে ক্যারিয়ার ও সফল জীবন গড়ার নানা দিক নিয়ে আলাপনের সুযোগ। আপনার প্রশ্ন পাঠাতে ও বিস্তারিত জানতে চলে যান এই লিংকে