ঘরে বসে কীভাবে নেব বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি

বিশ্ববিদ্যালয়গুলোতে আর কিছুদিন পরই শুরু হয়ে যাবে ভর্তি পরীক্ষা। কীভাবে ঘরে বসে এ সময়ে নিজেকে প্রস্তুত করব? লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাবরিনা আলম

সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে জ্ঞান রাখতে নিয়মিত পত্রিকায় নজর রাখা দরকার
ছবি: সাবিনা ইয়াসমিন

প্রথমেই জানতে হবে পরীক্ষার বিষয়

উচ্চমাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সিলেবাস ধরে পড়াশোনা করে। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রস্তুতির জন্য কৌশলী হতে হয়। কারণ, এ ক্ষেত্রে পড়ালেখাকে কোনো সিলেবাসের গণ্ডিতে ফেলা যায় না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ধরনে থাকে ভিন্নতা। ফলে সবকিছু মাথায় নিয়ে একটি পরিপূর্ণ পরিকল্পনা সাজাতে হয়।

কেউ যদি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চায়, তার পাঁচ রকমের প্রস্তুতি নেওয়ার সুযোগ ও সময় হাতে থাকে না। এ কারণে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন, শুরু থেকেই সেই বিশ্ববিদ্যালয়ের আগের বছরগুলোর প্রশ্নপত্র সংগ্রহ করে প্রস্তুতির রুটিন তৈরি করুন। আগের বছরের প্রশ্নব্যাংকের পাশাপাশি বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নব্যাংকও সংগ্রহে রাখতে পারেন। এ ছাড়া সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে জ্ঞান রাখতে নিয়মিত পত্রিকায় নজর রাখা দরকার।

অনলাইনে চোখ রাখুন

বর্তমানে অনলাইনে বিভিন্ন সাইট থেকে ভর্তি পরীক্ষাসংক্রান্ত তথ্য ও সহযোগিতা পাওয়া যায়। বাড়িতে খবরের কাগজ না রাখা হলে ই-পেপার পড়ার অভ্যাস করতে পারেন। যেকোনো তথ্যের জন্য চোখ রাখতে পারেন উইকিপিডিয়া ও বাংলাপিডিয়ায়। তবে তথ্যটি যেন নির্ভুল হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অনলাইনে নির্ভুল তথ্য খুঁজে বের করাও কিন্তু একধরনের দক্ষতা, যে দক্ষতা এখন থেকেই গড়ে তোলা উচিত।

প্রয়োজনীয় ইউটিউব চ্যানেল

পাঠ্যবইয়ের অনেক বিষয় সংশ্লিষ্ট ক্লাস পেয়ে যেতে পারেন অনলাইনে। ইউটিউবের ভিডিও ক্লাসগুলোও অনেক সময় বুঝে পড়তে খুব সাহায্য করে। যে কোচিংগুলো ভর্তি পরীক্ষায় সহায়তা করে, তাদের প্রায় প্রতিটিই ইউটিউব চ্যানেল আছে। বিনা মূল্যে সহায়তা পেতে এসব ইউটিউব চ্যানেলেও চোখ রাখতে পারেন।

কয়েকটি প্রয়োজনীয় ইউটিউব চ্যানেলের লিংক থাকল এখানে:

টেন মিনিট স্কুল

উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার

প্রো উইথ স্বাধীন

হাল্কস্টেইন এইচএসসি

ফেসবুকও যখন দিচ্ছে প্রস্তুতির সুযোগ

এটা ঠিক যে ভর্তি পরীক্ষার আগে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। আর যদি ফেসবুকে ঢুঁ মারতেই হয়, তাহলে এখান থেকেও ভর্তি প্রস্তুতির টুকটাক সহায়তা নিতে পারেন। অযথাই নিউজফিডে ঘুরঘুর না করে বরং শিক্ষণীয় পেজগুলোতে ‘লাইক’ কিংবা ‘সি ফার্স্ট’ দিয়ে রাখুন। তাহলে ফেসবুক আপনাকে এসব কাজের পেজের কনটেন্টগুলোই আগে দেখাবে।

ভর্তি প্রস্তুতিতে সহায়ক শিক্ষক ও কোচিং সেন্টারগুলোর ফেসবুক পেজেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট দেখা যায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ভিত্তিক কিছু ভর্তি সহায়ক ফেসবুক গ্রুপ আছে। গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকতে পারেন। এসব গ্রুপে অগ্রজদের কাছ থেকে নানা দিকনির্দেশনা পেয়ে যাবেন। কিছু হয়তো আপনার কাজেও লাগবে।

যেসব গ্রুপে চোখ রাখতে পারেন—

এডুকাটুম একাডেমি ফেসবুক গ্রুপ

স্বপ্ন যখন পাবলিক বিশ্ববিদ্যালয় গ্রুপ

অনলাইনে মডেল টেস্ট দেওয়ার সুযোগ

অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে আছে মডেল টেস্ট দেওয়ার সুযোগও। অনলাইনে পরীক্ষা দিলে সময় ও শক্তি দুটিই বাঁচে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোও সর্বোচ্চ অংশগ্রহণ ও প্রতিযোগিতা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের পরীক্ষা ও ফ্রি মডেল টেস্টের আয়োজন করে।

এ ছাড়া লাইভ এমসিকিউ, স্যাট একাডেমি, জব অ্যাসিস্ট্যান্ট, পাঠশালা প্রশ্নব্যাংকের মতো বিভিন্ন অ্যাপের মাধ্যমেও অনলাইনে মডেল টেস্ট দেওয়া যায়।

মডেল টেস্টের জন্য যেসব ওয়েবসাইটে চোখ রাখতে পারেন—

চর্চা মডেল টেস্ট

টেন মিনিট স্কুল

শেষ কথা

যদি গুছিয়ে ও কৌশলে ঘরে বসে প্রস্তুতি নেন, তাহলে ঘরেই বসেই আপনার প্রস্তুতিটা বেশ জোরালো হতে পারে। মাথায় রাখতে পারেন আরও কয়েকটি বিষয়:

—ইংরেজি বিষয়ে প্রস্তুতির জন্য বেশি বেশি চর্চা করা দরকার। ব্যাকরণ জানার পাশাপাশি ইংরেজিতে কথা বলার চর্চাও করুন। এতে ইংরেজিতে লেখা সহজ হবে।

—মডেল টেস্টভিত্তিক প্রস্তুতি নেওয়ার সময় মুখস্থ করার চেয়ে প্রশ্ন সমাধানের কৌশলগুলো আয়ত্ত করা জরুরি। উচ্চমাধ্যমিকে হয়তো অনেক অধ্যায় বাদ দিয়েছেন, কিন্তু ভর্তি প্রস্তুতির জন্য সেই সব অধ্যায়ও পড়ুন। বাদ দিয়ে ঝুঁকি নেওয়া যাবে না।

—অনেক বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নব্যাংক ধরে সেই সব লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া যেতে পারে। লেখার কাঠামো, প্রশ্নের ধরন সব বিশ্ববিদ্যালয়ের প্রায় একই হয়। লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে প্রস্তুতির প্রয়োজন নেই।