বিয়েতে স্যান্ডো গেঞ্জি ও হাফপ্যান্ট পরে ৮ কিলোমিটার দৌড়ে ভাইরাল আমিরের জামাতা

ডিজাইনার শাড়ি, গাউন, দামি গয়না, শেরওয়ানি—কিছুই নয়। সাধারণ মারাঠি স্টাইলের চুমকির লেহেঙ্গা-শাড়ি, স্বাভাবিক কিছু গয়না আর মিনিমাল মেকআপ; কনের সাজপোশাক বলতে এ–ই। কনের পায়ে সাধারণ চপ্পল, বরের পায়ে স্নিকার্স! ঘোড়ায় চেপেও আসেননি বর। বরের পোশাক একেবারেই অভিনব। জগিংয়ের কালো স্যান্ডো গেঞ্জি আর সাদা হাফপ্যান্ট পরে দৌড়ে মণ্ডপে আসেন তিনি। জেনে নেওয়া যাক, বলিউড তারকা আমির খানের কন্যা ইরা খান আর ফিটনেস ট্রেইনার নূপুর শিখরের বিয়ের বিস্তারিত।
জানুয়ারির ৩ তারিখ, বর গাড়ি বা ঘোড়ায় চড়ে আসেননি। মুম্বাইয়ের সান্টা ক্রুজ থেকে বান্দ্রা পর্যন্ত আট কিলোমিটার দৌড়ে বিয়েবাড়ি পর্যন্ত এসেছিলেন। আর রাস্তাজুড়ে ইরা খান লাগিয়ে রেখেছিলেন নূপুরের ছবিসংবলিত পোস্টার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও এখন ভাইরাল। বরের সঙ্গে বরের বন্ধুরাও এসেছিলেন আট কিলোমিটার দৌড়ে
পাঁচ তারকা হোটেলে বসেছিল বিয়ের আসর। সেখানে পৌঁছে নূপুর বাজতে থাকা ব্যান্ডের সঙ্গে নাচেন। নিজেও ঢোল নিয়ে বাজাতে শুরু করে দেন। তারপর একইভাবে নাচতে নাচতে প্রবেশ করেন বিয়েবাড়িতে। গিয়ে জড়িয়ে ধরেন শ্বশুর আমির খানকে
যখন প্রেম করতেন, তখনো নাকি নিজের বাসা থেকে ইরার বাসায় দৌড়ে যেতেন নূপুর শিখর। বিয়ের দিনও তার ব্যতিক্রম হয়নি
মুম্বাইয়ের বান্দ্রার একটি পাঁচতারা হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই বর–কনে
উপস্থিত ছিলেন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত, কিরণ রাও এবং তাঁদের ছেলে জুনাইদ ও আজাদ রাও খান
ভাই জুনাইদের সঙ্গে কনে সাজে ইরা
নূপুর পেশায় ফিটনেস ট্রেইনার। কাজ করেছেন আমির খান, সুস্মিতা সেনদের সঙ্গে
আমিরের সঙ্গে কাজ করতে গিয়েই ২০২০ সালে ইরার সঙ্গে পরিচয়। তখন ইরার সদ্য ব্রেকআপ হয়েছে। লকডাউনে চুটিয়ে প্রেম করেছেন এই জুটি
স্ত্রী ইরা খানের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন নূপুর
সুপারস্টারের মোড়ক সরিয়ে পাজামা-পাঞ্জাবি, আর কাঁচা–পাকা দাড়ি-চুল, গোলাপি পাগড়িতে বিয়ের দিন আমির হয়ে উঠেছিলেন মেয়ের বাবা। পাশে ছিলেন আমিরের প্রাক্তন স্ত্রী রীনা দত্ত
নূপুর শিখরের পুরো পরিবারই নানা ধরনের পারফরমিং আর্টসের সঙ্গে জড়িত। তাঁর মা প্রীতম শিখর প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী। তিনি সুস্মিতা সেনের কন্যা রেনি সেনকেও নাচের প্রশিক্ষণ দিয়েছেন
নূপুর শিখর দুবারের আয়রনম্যান। দৌড়বিদ ও সাইক্লিস্ট হিসেবে নামডাক আছে তাঁর
ইতালিতে ম্যারাথন দৌড়ের সময়ই ইরা খানকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নূপুর শিখর
আজ ৮ জানুয়ারি ভারতের উদয়পুরে শুরু হয়েছে বিবাহপরবর্তী অনুষ্ঠান। ছবিতে সৎভাই আজাদ খানের সঙ্গে নবদম্পতি
সকালেই হয়েছে ইরার মেহেদি অনুষ্ঠান। স্থানীয় মেহেদিশিল্পীরা ইরার হাতে নূপুরের নামের মেহেদি লাগিয়ে দিয়েছেন। রাত আটটায় নৈশভোজ। রাত ১০টা থেকে শুরু হবে ইরা-নূপুরের পাজামা পার্টি (রাতের পোশাকে পার্টি)
বর–কনের হাতে মিনিমালিস্টিক মেহেদি
কাল ৯ জানুয়ারি হবে ঝলমলে সংগীত অনুষ্ঠান। সন্ধ্যা সাতটা থেকে বসবে সংগীতের আসর
১০ জানুয়ারি ইরা-নূপুরের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন। এদিন রাতে তাঁরা মারাঠি মতে গাঁটছড়া বাঁধবেন
১৩ জানুয়ারি এক গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করেছে খান পরিবার। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত এই রিসিপশনে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খানসহ আরও অনেক তারকার দেখা মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে
২০২২ সালে অফ শোল্ডার লাল গাউন আর সাদা–কালো টাক্সিডোয় বাগদান সেরেছিলেন এই জুটি