নেপালে থারু সম্প্রদায়ের নারীরা পুরুষের চেয়ে বেশি পরিশ্রমী। ঘর–বাহির সবই সামলান তাঁরা। ঘরের কাজ সেরে মাঠে কাজ করেন বা মাছ ধরেন। তারপর সেসব ফসল আর মাছ নিয়ে যান হাটে। খানিকটা রেখে দেন খাবার হিসেবে গ্রহণের জন্য। কাজের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। খুব ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে এই নারীরা খেতে গিয়ে সব কাজ করেন। মাটি কোপানো থেকে বীজ বোনা, ফসল তোলা, বাজারে বিক্রি—সব। ৬ নভেম্বর ফাকালপুর গ্রামে সারা দিন তাঁদের সঙ্গে থেকে কাছ থেকে তাঁদের জীবনযাপন দেখি। তাঁদের বৈচিত্র্যময় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ হয়। ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন।