বোনেরা বানিয়ে দিতেন সুমির ঈদপোশাক

ছোটবেলার ঈদ মানেই নতুন পোশাক। আর এই পোশাক ঘিরে একেকজনের একেক রকম আবেগ। তারকারাও এর বাইরে না। চিরকুট ব্যান্ডের সুমি যেমন শোনালেন ছোটবেলার ঈদের অভিজ্ঞতা

সংগীতশিল্পী শারমীন সুলতানা সুমির ঈদ নিয়ে আছে নানা রকম স্মৃতি
ছবি: সংগৃহীত

শারমীন সুলতানা সুমীর কাছে ঈদ মানেই বড় বোনদের সারপ্রাইজ। এই অপেক্ষাতেই কেটে যেত সপ্তাহ, মাস। কারণ, ঈদপোশাক নিয়ে ঠিক যেমনটা ভাবতেন সুমী, বোনদের উপহারগুলো তার চেয়েও সুন্দর হতো। তাই কষ্ট করে হলেও ঈদের দিনের জন্য অপেক্ষা করতেন। চিরকুট ব্যান্ডের এই ভোকালিস্ট বলেন, ‘ঈদের পোশাক নিয়ে উত্তেজনায় ঘুম হতো না। আমার সেজ আর মেজ বোন অনেক যত্ন নিয়ে পোশাকগুলো তৈরি করতেন। সেগুলো দেখে আমাদের জুট মিল এলাকার সবাই অবাক হয়ে যেত। সবাই যখন বলত, “এত সুন্দর পোশাক কোথায় পেলে?” খুশিতে আত্মহারা হয়ে যেতাম।’

ছোটবেলা অনেক ঈদ পুরোনো পোশাক পরেই কেটেছে সুমির

কিন্তু শৈশবেই বেশ কয়েকবার দেখেছেন, বাবার হয়তো ঈদে পোশাক দেওয়ার মতো সামর্থ্য নেই। তখন পোশাক নিয়ে কেউ কোনো আবদার করতেন না। আগেই বাবাকে বলে দিতেন, ঈদে এবার তাঁরা কোনো পোশাক নেবেন না। বাবা দিতে চাইলেও না করতেন। সেই দিনগুলোই এখন ঘুরেফিরে মনে পড়ে।

ছোটবেলার ঈদের দিনগুলোই এখন ঘুরেফিরে মনে পড়ে সুমির

সুমী বলেন, ‘এমন অনেকবার হয়েছে। পরিবারে সবাই বাবাকে বুঝতে পারতাম, তাঁর কষ্ট হচ্ছে বুঝলেই আমরা পোশাক নেব না বলে দিতাম। এই না–পাওয়া নিয়ে আমাদের মন খারাপ হতো না। আমরা ঈদের দিন পুরোনো পোশাক পরেই গান গেয়ে কাটিয়ে দিতাম। বাবার জন্য কষ্ট হলেও আমরা সবাই বাবার পাশে থাকতাম। সেই দিনগুলো এখনো খুব মিস করি।’