বর্ণমেলায় নজর কেড়েছে তিন স্কুলের পরিবেশনা

ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল আয়োজিত হলো ‘বর্ণমেলা’। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো এ আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। বর্ণমেলা উপলক্ষে সারা দিনই উৎসবমুখর ছিল সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স। মঞ্চে নানা আয়োজনের মধ্যে তিনটি স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা আলাদা করে নজর কেড়েছে সবার। দেখে নেওয়া যাক ছবিতে।

নাচ আর গানে মুগ্ধ করেছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি: তানভীর আহম্মেদ
সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা
এক্সেল একাডেমির শিক্ষার্থীরাও এসেছিল দল বেধে, শুনিয়েছে গান।