৭ ছবিতে দেখুন এই সময়ের সুন্দরবন

জীববৈচিত্র্য রক্ষা, বন্য প্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় জুন থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুন্দরবনে প্রবেশ বন্ধ রাখে বন বিভাগ। এবারও তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দরজা খুলে দেওয়া হয়েছে। বন বিভাগের অনুমতি নিয়ে সেদিন থেকেই বনে যাওয়া শুরু করেছেন পর্যটক, মৎস্যজীবী ও বনজীবীরা। ১০ সেপ্টেম্বর খুলনার কয়রা থেকে জেলেদের সঙ্গে সুন্দরবন ঘুরে এসেছেন ইমতিয়াজ উদ্দীন। তাঁর তোলা সাত ছবিতে দেখুন এই সময়ের সুন্দরবন।

প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সুন্দরবনে মাছ ধরতে এসেছেন জেলেরা
ছবি: ইমতিয়াজ উদ্দীন
মাছ ধরতে বনের এক খাল থেকে অন্য খালে ছুটে বেড়ান জেলেরা
জোয়ার আসার অপেক্ষায় জেলে নৌকায় চলছে রান্নাবান্না
মানুষের আনাগোনা টের পেয়ে সতর্ক হরিণ
খালে মাছ ধরায় ব্যস্ত জেলেরা
ভাবখানা এমন—আমার তল্লাটে এসে বিরক্ত করছ কেন!
গোলবনের সুন্দরী হাঁস