জীববৈচিত্র্য রক্ষা, বন্য প্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় জুন থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুন্দরবনে প্রবেশ বন্ধ রাখে বন বিভাগ। এবারও তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দরজা খুলে দেওয়া হয়েছে। বন বিভাগের অনুমতি নিয়ে সেদিন থেকেই বনে যাওয়া শুরু করেছেন পর্যটক, মৎস্যজীবী ও বনজীবীরা। ১০ সেপ্টেম্বর খুলনার কয়রা থেকে জেলেদের সঙ্গে সুন্দরবন ঘুরে এসেছেন ইমতিয়াজ উদ্দীন। তাঁর তোলা সাত ছবিতে দেখুন এই সময়ের সুন্দরবন।