১ ডিসেম্বর কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ট্রাভেল পাস সংগ্রহের মাধ্যমে প্রতিদিন দুই হাজার মানুষ দ্বীপটি ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে এ বছর পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। অনুমতি পাওয়া সব জাহাজ এখনো চলাচল শুরু করেনি।
এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১ ও এমভি বারো আউলিয়ার তথ্য ও টিকিট পেতে: ০১৬১০ ০৫১০০৫, ০১৯৬ ৭৬৭০৭০৭
কেয়ারি সিন্দাবাদ: ০১৮৪৭ ৩২৩৭০৫-০৬
এমভি কর্ণফুলী এক্সপ্রেস: https://karnafulyexpress.com.bd
এমভি বারো আউলিয়া: https://baroawlia.com.bd
বে-ক্রুজার ১: https://bayone.com.bd
কেয়ারি সিন্দাবাদ: www.kearitourismbd.com