বর্ষায় পানিতে টইটম্বুর বিলটি শীতকালে একদমই উল্টো। ভয়জাগানিয়া উচ্ছল ঢেউয়ের বদলে তার বুকজুড়ে এখন শর্ষে ফুলের হলুদ সাম্রাজ্য। খেতের পাশেই সরু খালে মাথা তুলে থাকে ডিঙিনৌকা। গরুর পাল নিয়ে মেঠো পথ ধরে বাড়ি ফেরেন এলাকার কোনো কৃষক। ঋতু পরিবর্তনে ভিন্নরূপে ধরা দেওয়া এই বিলের নাম রৌমারী। জামালপুরের রৌমারী বিলের রূপ দেখতে এখন প্রকৃতিপ্রেমীদের ভিড় সেখানে। বিলটির অবস্থান মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন।