মেঠো পথের দুই পাশে শর্ষে ফুলের হলুদ সাম্রাজ্য, দেখে নিন ছবিতে

বর্ষায় পানিতে টইটম্বুর বিলটি শীতকালে একদমই উল্টো। ভয়জাগানিয়া উচ্ছল ঢেউয়ের বদলে তার বুকজুড়ে এখন শর্ষে ফুলের হলুদ সাম্রাজ্য। খেতের পাশেই সরু খালে মাথা তুলে থাকে ডিঙিনৌকা। গরুর পাল নিয়ে মেঠো পথ ধরে বাড়ি ফেরেন এলাকার কোনো কৃষক। ঋতু পরিবর্তনে ভিন্নরূপে ধরা দেওয়া এই বিলের নাম রৌমারী। জামালপুরের রৌমারী বিলের রূপ দেখতে এখন প্রকৃতিপ্রেমীদের ভিড় সেখানে। বিলটির অবস্থান মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন।

মেঠো পথের দুই পাশে দিগন্তবিস্তৃত শর্ষেখেত
ছবি: সাদিক খান
মনিব তাঁর গরু–ছাগাল নিয়ে বাড়ি ফিরছেন
মধু সংগ্রহ করতে এসেছেন এক মৌয়াল
ঘোড়ার গাড়িতে করে মাটি নিয়ে যাচ্ছে এক কিশোর
সরু খালে এখন হাঁটুজল
স্থানীয়রা দৈনন্দিন নানা কাজে ঘোড়ার গাড়ি ব্যবহার করেন
রৌমারী বিল বর্ষায় পানিতে টইটম্বুর থাকে, আর এখন?
মৌ চাষের জন্য শর্ষেখেতের পাশেই সারি সারি কাঠের বাক্স বসানো হয়েছে
খেত থেকে তুলে আনা মুলা পরিষ্কার করে নেওয়া হচ্ছে বাজারে
কেউ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে!