প্রাণী-পাখির স্বাভাবিক ক্রীড়াকর্মই ক্যামেরায় ধরা পড়েছে। তবে ছবিগুলো দেখলে হাসি আটকে রাখা দায়! এসব আলোকচিত্র নিয়েই বৈশ্বিক প্রতিযোগিতা ‘দ্য কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’। কীটপতঙ্গ, সরীসৃপ ও উভচর প্রাণী, পাখি, মাছ ও অন্যান্য জলজ প্রজাতি—এমন ৯টি শাখার এই প্রতিযোগিতার প্রায় ৯ হাজার ছবি জমা পড়েছিল। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পায় ৪৫টি আলোকচিত্র। এরপর বিচারকেরা নির্বাচন করেছেন প্রতিটি শাখার সেরা ছবি। এর মধ্যে একটি ছবি হয়েছে সার্বিকভাবে সেরা।