হিমালয় পর্বতমালায় এক যৌথ অভিযান শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পাঁচ পর্বতারোহী। ‘লিমিটলেস পুশ ২০২৩’ নামের এ অভিযানে ভারতের হিমাচল ও লাদাখ অঞ্চলে অবস্থিত হিমালয়ের ৬ হাজার মিটার উচ্চতার ১২টি পর্বতচূড়ায় আরোহণের পরিকল্পনা করেছেন অভিযাত্রীরা। অভিযানটি ১ আগস্ট শুরু হওয়ার কথা।
অভিযাত্রী দলের সদস্যরা হলেন বাংলাদেশের ফজলুর রহমান ও তৌফিক আহমেদ এবং ভারতের পশ্চিমবঙ্গের সুকমল রায়, অমরেশ বোস ও ওমর ফারুক।
হিমাচল প্রদেশের প্রায় ৬ হাজার ১০০ মিটার উচ্চতার মাউন্ট ইউনাম পর্বত আরোহণের মাধ্যমে অভিযানটি শুরু হবে। এরপর অভিযাত্রীরা লাদাখের সোমোরিরি হ্রদ এলাকার ১১ পর্বতে দ্রুততম আরোহণপ্রক্রিয়া পরিচালনা করবেন। এ অভিযানের উল্লেখযোগ্য পর্বত হচ্ছে পলোগংকা পিক, মেন্টক কাংরি-১, ২ ও ৩, গামা পর্বত সিরিজ, ইয়ালুং নং, স্পাংনাক রি, কার্জক কাংরি আর কিয়াগার রি। আগস্টজুড়েই এ অভিযান চলবে।
তৌফিক আহমেদ ও ফজলুর রহমান পেশাদার গাইড হিসেবে ভারত-নেপালের পার্বত্য এলাকায় ভ্রমণ পরিচালনা করেন। তাঁরা ‘অলটিটিউট হান্টার’ নামের রোমাঞ্চকর ভ্রমণ পরিচালনাকারী ফেসবুক গ্রুপের সঙ্গেও যুক্ত। সম্প্রতি ভারতের ভাগীরথী ২ পর্বতেও আরোহণ করেছেন তমাল। এর আগে অভিযান করেছেন আইল্যান্ড পিক, মাউন্ট কানামো, থার্পু চুলিতে। ফজলুর রহমানও কাং ইয়াৎসে, থার্পু চুলি ও মাউন্ট কানামো অভিযানে গেছেন। এ অভিযানে দুই পর্বতারোহীকে সহযোগিতা করেছে পুরুষদের পোশাক ব্র্যান্ড ম্যাসকুলিন।