সাখাওয়াত হোসেন পেশায় আলোকচিত্রী, তাঁর স্ত্রী জান্নাতুল ইসলাম কাজ করেন একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে। সাফাত-শিখা দম্পতি হিসেবেই তাঁরা পরিচিত। দুজন গাঁটছড়া বাঁধার পর সিদ্ধান্ত নেন, হাতে হাত রেখে দেশের সব জেলা ঘুরে দেখবেন, জেলায় জেলায় ঐতিহাসিক বা দর্শনীয় স্থানে ছবি তুলবেন। যেসব ছবিতে মিশে থাকবে তাঁদের ভালোবাসার গল্প, ভ্রমণের স্মৃতি। ছয় বছর পর সেই ভ্রমণ সম্পন্ন করেছেন এই দম্পতি। সম্প্রতি প্রতিটি জেলার একটি করে ছবি দিয়ে সাফাত তাঁর ফেসবুক প্রোফাইলে ‘৬৪ জেলা ৬৪ ছবি’ শিরোনামে একটি অ্যালবাম শেয়ার করেছেন। ছবিতে ছবিতে দেখুন সাফাত-শিখার ৬৪ জেলা ভ্রমণের গল্প...