সাখাওয়াত হোসেন পেশায় আলোকচিত্রী, তাঁর স্ত্রী জান্নাতুল ইসলাম কাজ করেন একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে। সাফাত-শিখা দম্পতি হিসেবেই তাঁরা পরিচিত। দুজন গাঁটছড়া বাঁধার পর সিদ্ধান্ত নেন, হাতে হাত রেখে দেশের সব জেলা ঘুরে দেখবেন, জেলায় জেলায় ঐতিহাসিক বা দর্শনীয় স্থানে ছবি তুলবেন। যেসব ছবিতে মিশে থাকবে তাঁদের ভালোবাসার গল্প, ভ্রমণের স্মৃতি। ছয় বছর পর সেই ভ্রমণ সম্পন্ন করেছেন এই দম্পতি। সম্প্রতি প্রতিটি জেলার একটি করে ছবি দিয়ে সাফাত তাঁর ফেসবুক প্রোফাইলে ‘৬৪ জেলা ৬৪ ছবি’ শিরোনামে একটি অ্যালবাম শেয়ার করেছেন। ছবিতে ছবিতে দেখুন সাফাত-শিখার ৬৪ জেলা ভ্রমণের গল্প...
মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লায়নারায়ণগঞ্জের দিগন্তবিস্মৃত শর্ষেখেতেগোপালগঞ্জের বলাকইড় পদ্মবিলেমানিকগঞ্জের তেওতা জমিদারবাড়িতেসোডিয়াম আলোয় ঢাকা শহরেনরসিংদীর লক্ষ্মণ সাহার জমিদারবাড়িতেরাজবাড়ীর কল্যাণ দিঘিতেপেঁয়াজখেতটি ফরিদপুরেগাজীপুরের ভাওয়াল রাজ শ্মশানেশ্বরীতেমাদারীপুরে রাজা রামমোহন রায়ের বাড়ির আঙিনায়শরীয়তপুরের রুদ্রকর মঠেটাঙ্গাইলের মিষ্টিপট্টিতেকিশোরগঞ্জের মিঠামইনেবান্দরবানের জলপ্রপাতে কুমিল্লার রূপবান মুড়ায়কক্সবাজারের হিমছড়িতেব্রাহ্মণবাড়িয়ার হরিপুর জমিদারবাড়িতেফেনীর প্রতাপপুর জমিদারবাড়িতেরাজশাহীর পুঠিয়া শিবমন্দিরেচট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতেনোয়াখালীর নিঝুম দ্বীপে লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদারবাড়িতেরাঙামাটির ধূপপানি জলপ্রপাতেখাগড়াছড়ির আলুটিলা গুহায়চাঁদপুরে মেঘনার তীরেচাঁপাইনবাবগঞ্জে দরসবাড়ি মাদ্রাসায়খুলনার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সেজয়পুরহাটের লকমা রাজবাড়িতেনাটোরের রানি ভবানীর রাজবাড়িতেবগুড়ার বেহুলা-লখিন্দরের বাসরঘরেনওগাঁর সোমপুর বিহারেসিরাজগঞ্জের সোনতলা ব্রিজেপাবনার হার্ডিঞ্জ ব্রিজেঝিনাইদহের শতবর্ষী বটগাছতলায়কুষ্টিয়ায় অবস্থিত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতেচুয়াডাঙ্গার আলমডাঙ্গা বধ্যভূমিতেমেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সেমাগুরার রাজা সীতারামের বসতবাটিতেবাগেরহাটে ষাটগম্বুজ মসজিদের পাশেনড়াইলের বাধাঘাটেসুন্দরবনের সাতক্ষীরা অংশেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতেবরিশালের সাতলার শাপলা বিলেযশোরের এগারো শিবমন্দিরেপিরোজপুরের নেছারাবাদেঝালকাঠির কীর্তিপাশা জমিদারবাড়িতেবরগুনার হরিণঘাটা ইকোপার্কেহবিগঞ্জের রেমাকালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্যেসুনামগঞ্জের শিমুলবাগানেসিলেট মালনীছড়া চা–বাগানেভোলার চর কুকরি–মুকরিতে ক্যাম্পিংজামালপুরের লাউচাপড়া অবকাশকেন্দ্রেশেরপুরের গারো পাহাড়েনেত্রকোনার দুর্গাপুর চিনামাটির পাহাড়েমৌলভীবাজারের গগনটিলায়ময়মনসিংহের শশীলজেরংপুরের তাজহাট জমিদারবাড়িতেগাইবান্ধার বালাশী ঘাটেদিনাজপুরের কান্তজিউ মন্দিরেপঞ্চগড়ের গোলকধাম মন্দিরেলালমনিরহাটের তুষভান্ডার জমিদারবাড়িতেকুড়িগ্রামের উলিপুর মুন্সিবাড়িতেনীলফামারীর চিনি মসজিদের সামনেঠাকুরগাঁওয়ের রাজা টংকনাথের রাজবাড়িতে