১০ ছবিতে দেখুন হেমন্তের সুন্দরবন

শীত আসি আসি করছে। দেশের অন্য এলাকার মতো দিনের প্রথম ভাগে কুয়াশার চাদরে মোড়ানো থাকছে সুন্দরবনের প্রকৃতিও। এ সময় বনে পর্যটকদের আনাগোনাও বেড়েছে। গত ১৩ থেকে ১৬ নভেম্বর ক্যামেরা নিয়ে সুন্দরবনের নদী ও খালে ঘুরে বেড়িয়েছেন তৌহিদ পারভেজ। তাঁর তোলা ১০টি ছবি। বনজীবীরা এসেছেন কাঁকড়া ধরতে

সুন্দরবনের সৌন্দর্য ভ্রমণপিপাসু পর্যটকদের বরাবরই মুগ্ধ করে
ছবি: তৌহিদ পারভেজ
মাছ ধরার প্রস্তুতি চলছে জেলে নৌকায়
সুন্দরবনের খালে ভাটার টান
খাবারের খোঁজে মদনটাক
বনজীবীরা এসেছেন কাঁকড়া ধরতে
বনের আকাশে উঁকি দিচ্ছে সকালের সূর্য
এখন তার বিশ্রামের সময়!
ডিম চরে বাবুই পাখির বাসা
মাছ ধরছেন একজন জেলে
কুয়াশায় মোড়ানো বন