শীত আসি আসি করছে। দেশের অন্য এলাকার মতো দিনের প্রথম ভাগে কুয়াশার চাদরে মোড়ানো থাকছে সুন্দরবনের প্রকৃতিও। এ সময় বনে পর্যটকদের আনাগোনাও বেড়েছে। গত ১৩ থেকে ১৬ নভেম্বর ক্যামেরা নিয়ে সুন্দরবনের নদী ও খালে ঘুরে বেড়িয়েছেন তৌহিদ পারভেজ। তাঁর তোলা ১০টি ছবি। বনজীবীরা এসেছেন কাঁকড়া ধরতে