পর্যটনে কোন গ্রামগুলো বিশ্বসেরা জানেন

সেরা গ্রামের তালিকায় আছে অস্ট্রিয়ার জেল অ্যাম সি
ছবি: সংগৃহীত

গত মাসে বিশ্বের ‘সেরা পর্যটন গ্রাম ২০২২’ ঘোষণা করেছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা ইউএনডব্লিউটিও। এবার এই স্বীকৃতি পেয়েছে বিশ্বের ১৮ দেশের ৩২ গ্রাম। পর্যটনের মাধ্যমে এই গ্রামগুলো সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেরা গ্রাম নির্বাচনের প্রতিযোগিতায় ৫৭ দেশের ১৩৬ গ্রাম অংশ নিয়েছিল। তারপর ৯টি মানদণ্ডে বিচারক দল এই ৩২ গ্রামকে ২০২২ সালের জন্য সেরা নির্বাচন করে। দেখে নিন গ্রামগুলোর নাম:

১. জেল অ্যাম সি, অস্ট্রিয়া

২. ওয়াগরাইন, অস্ট্রিয়া

৩. পুকুয়েলডন, চিলি

চিলির পুকুয়েলডন

৪. দাজহাই, চীন

৫. জিংজু, চীন

৬. চোয়াচি, কলম্বিয়া

৭. আগুয়ারিকো, ইকুয়েডর

৮. অ্যাঙ্গোচাগুয়া, ইকুয়েডর

৯. চোক মাউন্টেইন ইকোভিলেজ, ইথিওপিয়া

জর্জিয়ার মেসতিয়া

১০. মেসতিয়া, জর্জিয়া

১১. কেফার কামা, ইসরায়েল

১২. সাওরিস–জাহরে, ইতালি

১৩. আইসোলা দেল গিগলিও, ইতালি

১৪. উম কাইস, জর্ডান

ইতালির সাওরিস–জাহরে

১৫. ক্রিল, মেক্সিকো

১৬. এল ফুয়েরতে, মেক্সিকো

১৭. কাসার এলখোরবাত, মরক্কো

১৮. মুলে বুজার্কটাউন, মরক্কো

১৯. লামাস, পেরু

চীনর দাজহাই

২০. রাকচি, পেরু

২১. ক্যাস্টিলো নোভো, পর্তুগাল

২২. পিয়ংসা–রি, দক্ষিণ কোরিয়া

২৩. রাসিনারি, রোমানিয়া

২৪. আলউলা ওল্ড টাউন, সৌদি আরব

২৫. বোহিঞ্জ, স্লোভেনিয়া

স্লোভেনিয়ার বোহিঞ্জ

২৬. রুপিত, স্পেন

২৭. আলকুয়েজার, স্পেন

২৮. গুয়াদালুপ, স্পেন

২৯. মুরটেন, সুইজারল্যান্ড

৩০. অ্যান্ডারম্যাট, সুইজারল্যান্ড

৩১. বিরগি, তুরস্ক

৩২. থাই হাই, ভিয়েতনাম