১০ ছবিতে দেখুন হিমালয়ের প্রকৃতি ও জীবন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী। এতে হিমালয়ের প্রকৃতি ও জীবনের পাশাপাশি পর্বতারোহণের শতাধিক ছবি স্থান পেয়েছে। ‘আন্তর্জাতিক এভারেস্ট দিবস ২০২৪’ উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকার নেপালি দূতাবাস। সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। গতকাল শুরু হওয়া প্রদর্শনীটি ২ জুন পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য গ্যালারির দরজা খোলা থাকছে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীর ১০টি ছবি নিয়ে এই আয়োজন।

নমস্তে!
পার্বত্যপথে মালামাল নিয়ে ছুটছে চমরি গাই
হিমালয়কন্যা!
বুধি গান্ডাকি পারাপার
তারকারাজির নিচে ইয়াক খারকা
লবুচে পর্বতের পথে
অন্নপূর্ণা এলাকার মেঘ-পাহাড়
সায়াংবোচে থেকে দেখা আমা দাবলাম!
খুম্বু হিমবাহের দুর্গম পথে পর্বতারোহীরা
পর্বত ও চাঁদ