ছবির গল্প

ম্যাসনের সঙ্গে দেখা হলো ফারিণের

এ মুহূর্তে থাইল্যান্ডে আছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গা। ভক্তদের সঙ্গে শেয়ার করছেন ভ্রমণ-মুহূর্তের সেসব ছবি। ছবিগুলোয় মিশে থাকছে ব্যস্ততাহীন নির্ভার সময়ের গল্প। আজ যেমন গিয়েছিলেন কানজানা হাতি অভয়ারণ্যে। সেখানে ম্যাসন নামের এক হাতির দেখা পেয়েছেন। ম্যাসন-মুগ্ধ ফারিণ ফেসবুকে তার সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবিও পোস্ট করেছেন। ফারিণ আরও দিন কয়েক হয়তো থাইল্যান্ডে থাকবেন। এখানে রইল তাঁর ‘অসমাপ্ত’ থাইল্যান্ডপর্বের সাতটি ছবি।

থাইল্যান্ডের চিয়াংমাই আন্তর্জাতিক বিমানবন্দরে
ছবি: ফারিণের ফেসবুক থেকে নেওয়া
এই ছবির ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘বেড়াতে এসে নিজেকে ষোড়শী মনে হচ্ছে’
থাইল্যান্ডে কাটছে নির্ভার সময়
দোল দোল দুলুনি...
থাইল্যান্ডের অভয়ারণ্যে ম্যাসন নামের হাতিটির দেখা পেয়েছেন ফারিণ
ম্যাসনকে ছুঁয়ে দেখা
কানজানা হাতি অভয়ারণ্যে ম্যাসনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এমনই সুন্দর ছিল