নিয়মিত পাহাড়–ঘোরা মানুষেরা সবাই কম–বেশি একে অন্যের চেনা। (মোহাম্মদ আতাহার ইশরাক) রাফিও ছিলেন আমাদের তেমনই চেনা একজন মানুষ। তাই ১২ আগস্ট সাইংপ্রা জলপ্রপাতে দুর্ঘটনার খবর জানতে পেরেই তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম। কিন্তু সেই যোগাযোগ আর হয়ে ওঠেনি।
কাছের মানুষদের কাছে রাফি ছিল উচ্ছল আর প্রাণবন্ত একজন মানুষ। ‘বিডি ট্রাভেল লাভার’ নামের একটি ভ্রমণ পরিচালনা ফেসবুক গ্রুপের তিনি অ্যাডমিন। পাহাড়ে-সমতলে মানুষকে পথ দেখিয়ে ভ্রমণে নিয়ে যাওয়াই ছিল তাঁর শখ ও পেশা। পাহাড়ের দুর্গম জলপ্রপাত আর অপ্রচলিত এলাকায় ভ্রমণ করানোর জন্য রাফির আলাদা পরিচিতি ছিল। এই ভ্রমণ করতে করতেই আরেক ভ্রমণপিপাসু বর্ষা ইসলামের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। দুজনে মিলেই ভ্রমণ পরিচালনা করতেন। সাইংপ্রা জলপ্রপাতেও জনা বিশেক পর্যটককে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেখানে গিয়েই দুর্ঘটনায় পড়েন রাফি।
রাফির মৃত্যু সংবাদে ভরে আছে এখন আমার ফেসবুক টাইমলাইন। কত মানুষ কত কিছু লিখেই না পোস্ট করেছেন। একজনকে দেখলাম শোক প্রকাশ করে লিখেছেন, ‘পাহাড় ভালোবাসা মানুষটা পাহাড়ের কোলেই হারিয়ে গেল, রক্ত নিয়ে কাজ করা মানুষটা রক্তপাত হতে হতেই নিঃশেষ হয়ে গেল।’
স্ট্যাটাস পড়ে মনটা ভারী হয়ে আছে। তাঁর জন্য মনটা খুব কাঁদছে। আমার কাজটাও রাফির মতোই। তাই অনুভব করতে পারি, কত স্বপ্ন নিয়েই মানুষটা পর্যটন ব্যবসায়ে যুক্ত হয়েছিলেন। পর্যটন খাতের তরুণ উদ্যোক্তাদের অনেকের সমীহ আর ভালোবাসা আদায় করে নিয়েছিলেন।
শুধু ভ্রমণই নয়, স্বেচ্ছাসেবী নানা কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। চট্টগ্রাম ব্লাড গ্রুপের কার্যকরী সদস্য ছিলেন। তাঁর এলাকা কক্সবাজারের চকরিয়ায়। সেখানেও রক্ত নিয়ে কাজ করতেন। কয়েক দিন আগেও এলাকার বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ পৌঁছে দিয়েছেন। মানবিক সেই মানুষটাই এখন চলে গেলেন।
সাইংপ্রা জলপ্রপাতে ঘটে যাওয়া এ রকমই আরেকটা দুর্ঘটনার কথা মনে পড়ছে। সেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি ও আমার দল। ঝিরিপথে হোঁচট খেয়ে প্রায় ১৫ ফুট গড়িয়ে পাথরে আছড়ে পড়েছিলেন আমাদের একজন সদস্য। কোমরে ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন তিনি। অচেতন হয়ে পড়ে ছিলেন। অনেক পরিশ্রম করে সেবার আমরা নিকটবর্তী পাড়ায় পৌঁছাতে পেরেছিলাম। এরপর আরও অনেকবারই দল নিয়ে গিয়েছি, তবে প্রতিবারই থাকত বাড়তি সতর্কতা ও প্রস্তুতি। আমরা যাঁরা ভ্রমণ পরিচালনা করি, রাফির এই মর্মান্তিক মৃত্যু তাঁদের অনেক কিছু শিখিয়ে গেল।
লেখক: অ্যাডমিন, অলটিটিউট হান্টার গাইড অ্যান্ড গিয়ারস