ইনস্টাগ্রামে উঁকি দিয়ে

বছরের শুরুতে বলিউড তারকারা কে কোথায়?

২০২৩ সালের জানুয়ারিতেই বাজতে পারে বলিউড তারকা আথিয়া শেঠি ও ক্রিকেটার কান্নর লোকেশ রাহুলের বিয়ের বাদ্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
মুম্বাই এয়ারপোর্টে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। নতুন বছর উদ্‌যাপনে তাঁরা কোথায় গেছেন, কেউ জানেন না। এখনো কোনো ছবি প্রকাশ করেননি সামাজিক যোগাযোগমাধ্যমে
বছরের একটা বড় সময় রাজকুমার রাও ও পত্রলেখার কাটে ভ্রমণে। এই যেমন এখনো তাঁরা দেশের বাইরে কাটাচ্ছেন ছুটি, তবে কোথায় তা জানান দেননি
নতুন বছর উন্‌যাপন করতে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ ঘুরে বেড়াচ্ছেন জঙ্গলে
ডিজাইনার স্ত্রী নাতাশা দালালকে সঙ্গে নিয়ে বলিউড তারকা বরুণ ধাওয়ান নতুন বছর উদ্‌যাপন করতে চলে গেছেন জঙ্গলে
সমুদ্রপাড়ে স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে ছুটি কাটাচ্ছেন শহীদ কাপুর
আল্লু অর্জুন ও স্নেহা রেড্ডি দম্পতিও গেছেন সমুদ্রে
বছরের প্রথম ভোরে আলী ফজল ও রিচা চাড্ডা
বছরের প্রথম সকালে কৃতি শ্যানন
এ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর জুটি
স্বামী সুরজ নামবিয়ারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মৌনি, তবে 'সিঙ্গেল' ছবিই ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে
বছরের শুরুতে নিরুদ্বেগ সবিতা ধুলিপালা
বলিউড থেকে দীর্ঘ বিরতিতে থেকেও ২০২৩ সালে ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং ও আলিয়া ভাট-রণবীর কাপুরকে হটিয়ে আনুশকা শর্মা আর বিরাট কোহলি হয়েছেন ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা জুটি। জরিপটি পরিচালনা করেছে ভোগ ইন্ডিয়ার অনলাইন সংস্করণ। এই ছবিটি প্রকাশ কওরে এই দম্পতি ভক্তদের জানিয়েছনে নববর্ষের শুভেচ্ছা