শত শত বানরের জন্য ভোজ উৎসব

থাইল্যান্ডের লোপবুরি অনেকের কাছে ‘বানরের শহর’ হিসেবে পরিচিত। এখানে মানুষ ও বানরের সহাবস্থান যেন। প্রতিবছর এই বানরদের নিয়ে ভোজ উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসব ছিল গত ২৭ নভেম্বর। প্রায় চার হাজার বানরকে ফল ও সবজি দিয়ে আপ্যায়ন করা হয়। উৎসবের পাঁচটি ছবি রইল এখানে—

ফল খেতে ভারি মজা!
বানরদের আপ্যায়ন করাচ্ছেন ইয়ংয়ুথ। তিনিই উৎসবের উদ্যোক্তা
বানরদের ভোজ উৎসবে অনেক দর্শনার্থীরও সমাগম ঘটে
এবার তবে তরমুজ খাওয়া যাক!
থালা হাতে ঠায় দাঁড়িয়ে থাকা ওয়েটাররা আদতে বানরের আদলে গড়া ভাস্কর্য