বাইসাইকেলে ৪ হাজার কিলোমিটার চলতে চলতে তোলা ১০ ছবি

আমাদের দেশে যেমন টেকনাফ থেকে তেঁতুলিয়া, ভারতে তেমনই কাশ্মীর থেকে কন্যাকুমারী। সড়কপথে যার দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার। মাঝে পাড়ি দিতে হয় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। গত ১২ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত দীর্ঘ এই পথেই সাইকেল চালিয়ে এলেন বাংলাদেশের বাবর আলী। পথে পথে তুলেছেন ছবিও। এখানে দেখুন তাঁর তোলা ১০ ছবি।

মহাসড়কে চলার পথে পুলাওয়ামা এলাকার অপরূপ দৃশ্য, জম্মু ও কাশ্মীর
ছবি: বাবর আলী
শ্রীনগরের হজরতবাল মসজিদে পায়রাদের ওড়াউড়ি
তুষারধবল শিখর, জম্মু ও কাশ্মীর
চেনাব নদ, রামবন
পথের পাশে কোস মিনার, হরিয়ানা
মোগল সম্রাট আকবরের সমাধি, আগ্রা
মোগল আমলের ঐতিহাসিক সেতু, মধ্যপ্রদেশ
আগ্রা দুর্গ, উত্তর প্রদেশ
গাড়পাহরা দুর্গ, এখন আর তেমন কিছু অবশিষ্ট নেই অবশ্য, মধ্যপ্রদেশ
লস্করি খানের ক্যারাভান সরাই, পাঞ্জাব