বছরের প্রথম সূর্যোদয় দেখার আয়োজন—সূর্য উৎসব। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের এই উৎসবে থাকে দেশের অপ্রচলিত জায়গায় ঘুরতে যাওয়া, অ্যাডভেঞ্চার ক্যাম্প, টেলিস্কোপে গ্রহ-তারা দেখা, স্কুল পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান উৎসবের মতো আয়োজন। এসব নিয়েই নানা বয়সী মানুষের এক মিলনমেলা সূর্য উৎসব শুরু হয় ২০০১ সালে। এ বছর উৎসবটি পূর্ণ করল দুই যুগ। এবারের উৎসব হলো মানিকগঞ্জের দৌলতপুরে। ছবিতে দেখুন সূর্য উৎসবের বিভিন্ন মহূর্ত...