ভূস্বর্গে তানজিন তিশা

আজ বিশ্ব পর্যটন দিবস। ১৯৮০ সাল থেকে পালিত হয়ে আসছে এই দিবস। দিনটি জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে পরিচিতি পায়। এই মৌসুমে দেশের অনেক তারকাই ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে। এই যেমন মাকে নিয়ে সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীর বেড়িয়ে এলেন ছোট পর্দার চেনা মুখ তানজিন তিশা।
কাশ্মীরে গিয়ে তিশা তাঁর ৪৫ লাখ ভক্তের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভ্রমণের বেশ কিছু ছবি আর ভিডিও। এই ছবি পেহেলগাম থেকে তোলা। ১৩ দিন পরিবার নিয়ে কাশ্মীরে ছিলেন তিশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ভ্রমণপিপাসু অনেকেই মনে করেন, শ্রীনগরের চেয়ে পেহেলগাম বেশি সুন্দর। সত্যিকারের ভূস্বর্গ দেখতে চাইলে তাই একবার পেহেলগাম ঢুঁ না দিলেই নয়
এই ছবির নিচে তিশার এক ভক্ত মন্তব্য করেছেন, ‘তোমার সৌন্দর্যের কাছে কাশ্মীর হার মেনে যায়।’
মায়ের সঙ্গে কাশ্মীরে তানজিন তিশা। ফেব্রুয়ারি মাসে বাবা মারা যাওয়ার পর এই প্রথম মাকে নিয়ে ঘুরতে বের হলেন তিশা। এটাই তাঁর কাশ্মীর ভ্রমণের সবচেয়ে বিশেষ দিক। তিশা জানান, তাঁর মায়ের জন্য সবকিছু থেকে বিরতি নিয়ে এরকম একটা ভ্রমণ খুবই জরুরি ছিল
লালগালিচা, সিনেমার প্রচারণা বা প্রিমিয়ারের বাইরে ঘুরতে গিয়ে সবচেয়ে বেশি ফ্যাশনেবল রূপে দেখা দেন তারকারা। কাশ্মীরে তানজিন তিশাকে দেখা গেছে বেশ কিছু রঙিন পোশাকে। তবে আলাদা করে নজর কেড়েছে নিয়নরঙা এই স্লিট গাউন
পোশাকটির নকশা করেছেন দেশের তরুণ ফ্যাশন ডিজাইনার জাবিন ইকবাল। জাবিন নাকি তিশার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। তাই তিশা বাইরে গেলেই জাবিনের নকশা করা পোশাক নিয়ে যান
একরঙা শাফলের ডিজাইনের এই স্কার্টের ছবির নিচে তিশার আরেক ভক্তের মন্তব্য, ‘মনে হচ্ছে ভূস্বর্গে পরি নেমেছে।’
আরেকজন শুধু এক শব্দে লিখেছেন ‘টিয়াপাখি’
ঘুরে বেড়াতে ভালোবাসেন তিশা। বললেন, ‘আমাদের পেশায় থেকে সময় বের করে কোথাও ঘুরতে যাওয়া ঝক্কির ব্যাপার। তবু চেষ্টা করি কাজ থেকে বিরতি নিয়ে নিয়মিত ঘুরতে যেতে।’
সমুদ্র পছন্দ তানজিন তিশার। মন যেমনই থাকুক, সমুদ্রের আশেপাশে গেলে ভালো হয়ে যায়। কোথাও ঘুরতে গেলে নিজের মতো কিছু ফটোশুটও করে রাখেন তিশা, সুন্দর স্মৃতির সাক্ষ্য বহন করে ছবিগুলো