দেশের তারকারা ভিনদেশে ছুটি কাটাচ্ছেন যেভাবে

ঈদের ছুটি ফুরিয়েছে, ঢাকা এখন আর ফাঁকা নেই। তবে এক অর্থে ঢাকা ফাঁকাই, যদি আপনি ছোট–বড়–মাঝারি পর্দার তারকাদের উপস্থিতির কথা বিবেচনা করেন। ঈদের ছুটি এবং এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে অনেক তারকাই এখন যুক্তরাষ্ট্রে। এ ছাড়া আরও কিছু তারকা ঘুরতে গেছেন বিশ্বের নানা দেশে। তাঁরা ঘুরছেন, ছুটি উপভোগ করছেন আর ছবি দিচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রামে। এখানে দেখুন কোন তারকা কোথায় কেমন অবকাশ যাপন করছেন...

অনন্ত জলিল ও বর্ষা

এই তারকা দম্পতি দুই সন্তানকে নিয়ে ঈদের ছুটি কাটাতে গেছেন মরোক্কয়
ছবি: ফেসবুক থেকে

শবনম ফারিয়া

শবনম ফারিয়া এখন আছেন থাইল্যান্ডে
থাইল্যান্ডে শবনম ফারিয়ে একা যাননি, সঙ্গে আছে একদল তারকা বন্ধু— তৌসিফ মাহবুব, সাফা কবির, শাওন, টয়া, জোভান ও তামিম মৃধা

টয়া ও শাওন

থাইল্যান্ডে বন্ধুদের সঙ্গে তো বটেই, এই তারকা দম্পতি ছুটি কাটাচ্ছেন নিজেদের মতো করেও

সাফা কবির

একই দলের আরেক সদস্য সাফা কবির প্রথমবারের মতো স্কুবা ডাইভ করেছেন থাইল্যান্ডে
জোভান ও তৌসিফের সঙ্গে সাফা

পূজা চেরি

প্রথমবারের মতো মার্কিন মুলুকে গেছেন পূজা চেরি
এরই মধ্যে ঘুরেছেন একাধিক শহর। সঙ্গে আছেন মা

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরীও যুক্তরাষ্ট্রের একাধিক শহর চষে বেড়াচ্ছেন
শেয়ার করছেন ঝলমলে ছবি ও ভিডিও

অপূর্ব

অপূর্বও আছেন যুক্তরাষ্ট্রে

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণও একেক দিন যুক্তরাষ্ট্রের একেক শহরে তোলা ছবি শেয়ার করছেন ফেসবুক, ইনস্টাগ্রামে

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া এবার গেছেন তুরস্কে
ইস্তাম্বুলসহ আরও কিছু শহরে তোলা ছবি শেয়ার করেছেন তিনি
তুরস্কের এক রেস্তোরাঁয় নুসরাত ফারিয়ার হাতে খুদে কচ্ছপ

সিয়াম

সিয়ামও ঘুরছেন থাইল্যান্ডে, সঙ্গে আছেন স্ত্রী ও সন্তান