ঈদের ছুটি ফুরিয়েছে, ঢাকা এখন আর ফাঁকা নেই। তবে এক অর্থে ঢাকা ফাঁকাই, যদি আপনি ছোট–বড়–মাঝারি পর্দার তারকাদের উপস্থিতির কথা বিবেচনা করেন। ঈদের ছুটি এবং এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে অনেক তারকাই এখন যুক্তরাষ্ট্রে। এ ছাড়া আরও কিছু তারকা ঘুরতে গেছেন বিশ্বের নানা দেশে। তাঁরা ঘুরছেন, ছুটি উপভোগ করছেন আর ছবি দিচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রামে। এখানে দেখুন কোন তারকা কোথায় কেমন অবকাশ যাপন করছেন...