শীতে অপরূপ হয়ে ওঠে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছামতীর তীর ও দোসরপাড়া গ্রাম। ভোর থেকে কুয়াশায় ঢেকে যায় ইছামতী নদী ও গ্রামের চারপাশ। সকালে কুয়াশার মধ্যে শুরু হয় গ্রামের মানুষের কর্মজীবন। গ্রামের বউয়েরা শীতের পিঠা বানান। আর কৃষকেরা ব্যস্ত হন মাঠের কৃষিকাজে। কুয়াশাভেজা সকালে ইছামতীর পূর্ব দিকে উঁকি দেয় রঙিন সূর্য ,রঙিন হয়ে ওঠে শর্ষের মাঠ ও সবুজ খেত। ইছামতীর তীরে কুয়াশামাখা দোসরপাড়া গ্রামের এক শীতের সকালে ছবি তুলেছেন আলােকচিত্রী কবির হোসেন