নিউজিল্যান্ডের ১৭০ বছরের ইতিহাসে কনিষ্ঠতম এমপি হানা–রাফিতি মাইপি ক্লার্ক। তিনি মাওরি সম্প্রদায়ের নারী। আদিবাসী বিশেষত মাওরি সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে আসছেন তিনি। দুই দশক ধরে এমপি থাকা নানাইয়া মাহুতাকে গত অক্টোবরে অনুষ্ঠিত ভোটে হারিয়ে দেন ২১ বছরের এই তরুণী। সম্প্রতি নতুন পার্লামেন্টে দেওয়া তাঁর প্রথম ভাষণটি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। লিখেছেন তাইয়্যেবা তাবাসসুম