এভাবেও শাড়ি পরা যায়

ভারতীয় সাংবাদিক আবিরা ধর। তবে শাড়ির স্টাইলিস্ট হিসেবেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শাড়ি যে কত রকমভাবে স্টাইলিং করে পরা যায়, তার চাক্ষুষ প্রমাণ মেলে তাঁর ইনস্টাগ্রাম ভ্রমণ করে! দেখে নিন তেমনই কয়েকটা ছবি। এভাবে শাড়ি পরতে চাইলে আবিরার ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন টিউটোরিয়াল।

শাড়ি নিয়ে ফিউশন এখন ট্রেন্ডে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
শাড়ির সঙ্গে বেল্ট আর কেডস এখন অনেকেই পরেন
ভাবছেন, এটা শাড়ি না গাউন?
শাড়ির আটপৌরে বোহো স্টাইলকে আটকে দিয়েছেন বেল্টে
শাড়িকে স্কার্ট বানিয়ে এভাবে টপ দিয়েও পরতে পারেন
পাঁচ ফ্যাশনিস্তা শাড়ি পরেছেন পাঁচভাবে
এভাবে শাড়ি পরতে নাকি ১ মিনিটের বেশি লাগে না!
কুঁচি না দিয়ে এভাবে পেঁচিয়েও শাড়ি পরা যায়
শাড়িতে বোহো আর পাওয়ার ড্রেসিংয়ের ফিউশান
সাদা জমিনে সোনালি এই স্ট্রাইপের শাড়ির স্টাইলিং নিয়ে রীতিমতো আলোচনা চলেছে
আঁচলটাকে এভাবে স্কার্ফের মতো করেও ব্যবহার করতে পারেন
কেমন লাগছে বলুন তো!