ব্লাউজ ছাড়া শাড়িই উদ্‌যাপিত হলো ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে

২০২৩ সালে দাঁড়িয়ে সারা বিশ্বেই উদযাপিত হচ্ছে বাঙালি নারীদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি। লন্ডনের দ্য ডিজাইন মিউজিয়ামে চলছে একটি প্রদর্শনী। সেখানে শাড়ির বিবর্তন তুলে ধরা হয়েছে। সেখানে যশোরের মেয়ে, ঠাকুরবাড়ির বউ জ্ঞানদানন্দিনীর শাড়ি পরা ছবি থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনের শাড়িতে কান লুক—সবই আছে। প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ‘দ্য অফবিট শাড়ি’। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে ‘ভোগ ইন্ডিয়া’র ডিজিটাল কভারেও উদ্‌যাপিত হলো শাড়ি। বলিউড তারকা সারা আলী খানকে দেখা গেছে শাড়িতে, তবে ভিন্নভাবে।

‘ভোগ থাইল্যান্ড’–এর ডিজিটাল কভার গার্ল হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট আর ‘ভোগ ইন্ডিয়া’র ডিজিটাল প্রচ্ছদে ঠাঁই করে নিয়েছেন আরেক তরুণ বলিউড তারকা সারা আলী খান। তিনি ব্লাউজ ছাড়া মাথায় ঘোমটা দিয়ে শাড়ি পরেছেন। কপালে টিপ দিতেও ভোলেননি। বাঙালি নারীরা শুরুর দিকে যেভাবে শাড়ি পরতেন, সেটাকেই নতুনভাবে তুলে ধরা হয়েছে। সারার দাদি ‘সত্যজিতের নায়িকা’ শর্মিলা ঠাকুর বাঙালি। তাই সারার যে বাঙালি সংস্কৃতির প্রতি দুর্বলতা থাকবে, এটাই স্বাভাবিক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
শাড়ির স্টাইলিং নিয়ে চলছে নানান পরীক্ষা নিরীক্ষা। শাড়িকে গাউনের মতো পরানো, রেডি টু ওয়্যার শাড়ি, মুক্তা, দামি পাথর, শার্ট, টপ, ডেনিম দিয়ে কাঁধখোলা ব্লাউজ দিয়ে শাড়ি পরা—এসব এখন হরহামেশাই চলছে। ভিকি কৌশলের সঙ্গে এই ছবিতে সারা যে পোশাকটি পরেছেন, সেটিও কিন্তু শাড়ি
শাড়ির একটি অংশকেই ব্লাউজ আর আরেক অংশকে স্কার্ফ বানিয়ে পরেছেন সারা। জাহ্নবী কাপুরের পর এবার আলোচনায় সারা আলী খানের শাড়ির এই স্টাইলিং। সারা জানিয়েছেন, তিনি স্কুল, কলেজ ,বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের চেয়ে জাহ্নবী কাপুর বা অনন্যা পান্ডেদের সঙ্গে আড্ডা দিতে বেশি সাচ্ছন্দ্যবোধ করেন। কেননা, তাঁদের সবার বাস্তবতা অনেকটা একই রকম। ফলে একজন আরেকজনকে সহজে বুঝতে পারেন
ভোগ ইন্ডিয়াকে সারা বলেন, একসময় ভক্তরা তারকাদের ‘স্টারডম’ বা ‘লার্জার দ্যান লাইফ’ ব্যাপারগুলোকে বেশি প্রাধান্য দিত আর এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দর্শক তারকাদের ভেতরের সত্যিকারের মানুষটাকে দেখতে চায়
ব্লাউজ ছাড়া আগে নারীরা যেভাবে একটি শাড়ি শরীরে পেঁচিয়ে পরতেন, এই প্রচ্ছদ ফটোশুটে সেটিকেই নতুনভাবে তুলে ধরা হয়েছে
এর আগে কান চলচ্চিত্র উৎসবে সারার সাদা-কালো শাড়ি পরার স্টাইল ফ্যাশনপ্রিয়দের নজর কেড়েছিল
এই শাড়ির ডিজাইন করেছেন ডিজাইনার জুটি আবু জনি-দীপক খোসলা। সারার এ রকম স্টাইলিশ উপস্থিতি সমাদৃত হওয়ার পর অনলাইনে চলছে এ রকম সাদা-কালো রেপ্লিকার বিজ্ঞাপন আর বিক্রি