২০২৩ সালে দাঁড়িয়ে সারা বিশ্বেই উদযাপিত হচ্ছে বাঙালি নারীদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি। লন্ডনের দ্য ডিজাইন মিউজিয়ামে চলছে একটি প্রদর্শনী। সেখানে শাড়ির বিবর্তন তুলে ধরা হয়েছে। সেখানে যশোরের মেয়ে, ঠাকুরবাড়ির বউ জ্ঞানদানন্দিনীর শাড়ি পরা ছবি থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনের শাড়িতে কান লুক—সবই আছে। প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ‘দ্য অফবিট শাড়ি’। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে ‘ভোগ ইন্ডিয়া’র ডিজিটাল কভারেও উদ্যাপিত হলো শাড়ি। বলিউড তারকা সারা আলী খানকে দেখা গেছে শাড়িতে, তবে ভিন্নভাবে।