মেহেদির ডিজাইন থেকে শুরু করে গায়েহলুদের পোশাক, বিয়েবাড়ির অন্দরসজ্জা, কারা দাওয়াত পেলেন, কী খাওয়ানো হলো, কে কী পোশাক পরলেন—তারকাদের বিয়ের প্রতিটি মুহূর্তই ভক্তরা জানতে চান। চলছে বিয়ের মৌসুম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতি স্ক্রলেই ভেসে উঠছে পরিচিত ব্যক্তিদের বিয়ের হাসিমুখ। এমন সময়ে একনজরে দেখে নেওয়া যাক বলিউড তারকাদের আলোচিত বিয়ের দাওয়াতের কয়েকটি কার্ড।