সন্ধ্যা নামলেই ঠান্ডা বাতাসটা গায়ে লাগে। শীতের আগমন বলে কথা। একটু উষ্ণতা পেলে এ সময় মন্দ হয় না । তবে শীতে জবুথবু হয়ে থাকার মতো পোশাকের প্রয়োজনও এখনো পড়েনি। তাই পাতলা কাপড়ের তৈরি, স্টাইলেও আনবে ভিন্নতা—এমন কিছু পোশাকের ছবি দেখে নিন একঝলক।
হলুদের মতো উজ্জ্বল রঙের খাদির পোশাক এই শীতে দেবে উষ্ণতা
বিজ্ঞাপন
হালকা শীতের জন্য বেছে নিতে পারেন লম্বা হাতার টপ
বিজ্ঞাপন
শীতপোশাকে থাকুক উজ্জ্বল রঙের ব্যবহার জিনসের তৈরি পোশাক স্টাইল ও আরাম দুটোই দেবেএকরঙা চাপা শীতপোশাকে দেখা যাবে স্টাইলিশ