বিয়ের পিঁড়িতে বসলেন অনুব জৈন। গতকাল ১৮ ফেব্রুয়ারি বিকেলে ইনস্টাগ্রামে ছবি দিয়ে নিজের বিয়ের খবর জানান এই ২৯ বছর বয়সী ভারতীয় গায়ক। তবে বিয়েটা কিন্তু হয়েছে আরও চার দিন আগে; অথা৴ৎ ১৪ ফেব্রুয়ারি ভালোবসা দিবসে। কাকে বিয়ে করলেন অনুব? ছবি দেখতে দেখতে জানা যাক।