মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার তারকাদের মেলা বসেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে হাজির হয়েছিলেন বলিউড তারকারা। গ্যালারি থেকে বিরাট কোহলির ৫০তম সেঞ্চুরির রেকর্ডের সাক্ষী হয়েছিলেন তাঁরা। কেমন ছিল বলিউড তারকাদের সেমিফাইনাল উদ্যাপন? দেখে নিন ছবিতে।
ওভারসাইজড শার্টে আনুশকা
গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রতিটি ক্যামেরার কেন্দ্রবিন্দুতে ছিলেন আনুশকা শর্মা। কোহলির ৫০তম সেঞ্চুরির পর উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছেন গ্যালারি থেকে। শুধু বিরাট কোহলির স্ত্রী বলে নয়, নিজের স্টাইলেও নজর কেড়েছেন আনুশকা শর্মা। সেমিফাইনাল দেখতে আনুশকা হাজির হয়েছিলেন ওভারসাইজ শার্ট ও ম্যাচিং শর্টসে। সাদা সেই শার্টে ছিল সবুজ ফ্লোরাল প্রিন্ট। তবে আপনি যদি আনুশকার শার্টটি কিনতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে ৩৫ হাজার টাকা (২৭ হাজার রুপি)! এ ছাড়া হাতে ছিল স্বর্ণের ব্রেসলেট। আনুশকার এই পোশাকটি তৈরি করেছেন ভারতের নামকরা ডিজাইনার ধ্রুব কাপুরটি–শার্টে ফিটফাট জন
অভিনেতা জন আব্রাহাম হাজির হয়েছিলেন ফিটফাট কালো টি-শার্ট আর জিনসে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা
জুটি বেঁধে সেমিফাইনাল দেখতে এসেছিলেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। কিয়ারার পরনে ছিল সাদা ট্যাংক টপ ও নীল ওয়াশড জিনস। সঙ্গে সেলিনের ক্যাপ। আর হাতে সোনার একাধিক ব্রেসলেট। অন্যদিকে সাদা টি-শার্ট ও নীল জিনসে হাজির হয়েছিলেন সিদ্ধার্থফরমাল আর ইনফরমালে রণবীর কাপুর
গতকালের ম্যাচে রণবীর কাপুরকে দেখা গেছে দুটি আলাদা লুকে। ম্যাচ শুরুর আগে প্রি-ম্যাচ সেরেমনিতে তাঁকে দেখা গিয়েছে কালো স্যুটে। বেকহ্যাম, রবি শাস্ত্রীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন নিজের ক্রিকেট দেখার অভিজ্ঞতাতবে গ্যালারিতে অন্য রণবীরকে দেখা গেল, ভারতের জার্সি পরা। সামনে মুক্তি পেতে যাওয়া ‘অ্যানিমেল’ সিনেমার প্রমোশনের সুযোগটা ছাড়েননি। কেননা জার্সির পেছনে লেখা ছিল অ্যানিমেলমাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে
সাদা শার্ট ও জিনসে গ্যালারি মাতাতে দেখা গেছে মাধুরী দীক্ষিতকে। সঙ্গে থাকা স্বামী ডা. শ্রীরাম নেনের পরনে ছিল ভারতের জার্সি‘প্রেমিকা’ সারা টেন্ডুলকার
শচীন টেন্ডুলকারের একমাত্র মেয়ে সারা টেন্ডুলকার আর ভারতের ব্যাটসম্যান শুভমান গিলের প্রেমটা কোনোভাবেই গোপন রাখা যায়নি। বলিউড তারকা না হয়েও কোনো বলিউড তারকার চেয়ে কম যান না এই মেডিকেল শিক্ষার্থী, ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি গ্যালারিতে উপস্থিত থেকে প্রেমিককে সমর্থন জানিয়েছেন। গিল বাউন্ডারি মেরেছে, আউট হয়েছে আর ক্যামেরাবন্দি হয়েছে গ্যালারিতে থাকা সারার প্রতিক্রিয়াপরিবার নিয়ে রজনীকান্ত
দক্ষিণি তারকা রজনীকান্তকেও বেশ কিছু সময়ের জন্য দেখা গেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে। পুরো পরিবারকে সঙ্গে নিয়ে ম্যাচ উপভোগ করতে হাজির হয়েছিলেন রজনীকান্তএক ফ্রেমে শচীন টেন্ডুলকার ও ডেভিড বেকহ্যাম
ভারত-নিউজিল্যান্ড সেমি ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যামও। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে একটি কাজে ভারতে উপস্থিত ছিলেন তিনি। বিসিসিআইয়ের অনুরোধে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বেকহ্যাম। নেভি ব্লু স্যুটে বরাবরের মতোই সকলের নজর কেড়ে নিয়েছেন ইংলিশ এই ফুটবলার। বিশ্বকাপ ট্রফি আর শচীন টেন্ডুলকারের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন তিনিসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস